নাজিয়া রহমান, সাংবাদিক : গরমের ছুটিতেও মিলবে মিড ডে মিল। নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দফতরের। প্রচন্ড গরমের হাত থেকে ছাত্রছাত্রীদের রেহায় দিতে এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি। ২মে থেকে স্কুলগুলিতে পড়েছে গরমের ছুটি। ১৫জুন পর্যন্ত চলবে ছুটি। দীর্ঘ এতদিন ছুটি। ছুটির নির্দেশিকায় মিড ডে মিলের উল্লেখ না থাকায়, কি ভাবে মিড ডে মিল দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষকদের একাংশ। অবশেষে মিড ডে মিল নিয়ে নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর। গরমে স্কুল বন্ধ থাকলেও পড়ুয়াদের জন্য বরাদ্দ করা হচ্ছে মিড- ডে মিল।
করোনার সংক্রমণ রুখতে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। পড়ুয়ারা স্কুলে না আসলেও তাদের দেওয়া হত মিড ডে মিল। তবে মিড ডে মিল নিতে পড়ুয়াদের স্কুলে আসতে হত না। অভিভাবকদের হাতে দেওয়া হত মিড ডে মিল। এবারেও সেই একই পথ অবলম্বন করা হবে বলে জানা গেছে।
সমস্ত জেলার জেলা শাসকদের কাছে মিড ডে মিলের নির্দেশিকাও পাঠানো হয়েছে। সেই নয়া নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে গরমের ছুটিতেও পড়ুয়াদের মিড-ডে মিলের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ গরমের ছুটিতে যখন পড়ুয়ারা স্কুলে আসবে না তখনও যাতে তারা মিড ডে মিল থেকে বঞ্চিত না হয় তার ব্যবস্থা করছে সরকার।
২৫ মে থেকে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু করতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে পড়ুয়াদের মাথাপিছু ২ কেজি চাল, ২ কেজি করে আলু, ২৫০ গ্রাম ডাল জাতীয় শস্য, ২৫০ গ্রাম চিনি ও একটি করে সাবান দেওয়ার কথা উল্লেখ করে হয়েছে। মোটের উপর পড়ুয়ারা গরমের মধ্যে বাড়িতে থাকলেও তাদের জন্য পৌঁছে যাবে মিড ডে মিল। এতে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই।