Date : 2024-04-19

শনিবার আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মহমেডান, প্রতিপক্ষ গোকুলম


শনিবার ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে মহমেডান স্পোর্টিং ক্লাব। এই প্রথম মহমেডান স্পোর্টিং ক্লাবের সামনে সুযোগ এসেছে আইলিগ জয়ের। শনিবার গোকুলম কেরলের বিপক্ষে জিততে পারলেই আইলিগ চ্যাম্পিয়ন হবে মহমেডান স্পোর্টিং ক্লাব। ফাইনাল ম্যাচে গোকুলম অবশ্য ড্র করতে পারলেই তারা চ্যাম্পিয়ন। কিন্তু ঘরের মাঠে মহমেডান স্পোর্টিং বাড়তি অ্যাডভান্টেজ পাবে সমর্থকদের সামনে খেলার। ইতিমধ্যেই মহমেডান সমর্থকদের জন্য এই ম্যাচের টিকিট বিনামুল্যে বিলি শুরু হয়ে গেছে। চলতি মরসুমে প্রায় চার দশক পর কলকাতা লিগ জিতেছে ব্র্যান্ডন, চুলোভারা। এবার আইলিগ জয়েরও সুযোগ এসেছে তাঁদের কাছে। কলকাতায় লিগ হওয়ার চেনা পরিবেশের সুবিধা কাজে লাগাতে মরিয়া ফুটবলাররা। তেমনই হাতের নাগালে ম্যাচ হওয়ায় এই ম্যাচে প্রচুর সমর্থকও মাঠে বসে সাদা কালো ফুট঵লারদের উদ্বুদ্ধ করতে আসছে। নিকোলা, শাহির, মার্কাস জোসেফরা যে ফুটবলটা খেলছে তাতে সেই একই ফুটবল গোকুলমের বিপক্ষে খেলতে পারলেই জয় নিশ্চিত। ম্যাচের আগে তাই ফুটবলারদের লাস্ট মিনিট টিপসে গোকুলমের দুর্বলতা দেখিয়ে দেওয়ার পাশাপাশি আজহার, ফৈয়জদের ভোকাল টনিক দিলেন ব্ল্যাক প্যান্থার্সদের কোচ আন্দ্রে চেরনিশভ। মহমেডান কর্তারা মরসুম শুরুতেই এই বিদেশি কোচকে এনে চমক দেখিয়েছিলেন। মাঝে কয়েকটা ম্যাচে দল খারাপ খেললেও ফের লিগ জয়ের হাতছানি চলে এসেছে সাদা কালো শিবিরের কাছে। মার্কাস জোসেফ প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন। এর আগেও আইলিগ জিতেছেন তিনি। এবার নতুন দলের জার্সি গায়ে পুরোনো দলের বিপক্ষে গোল করতে মুখিয়ে এই ক্যারিবিয়ান স্ট্রাইকার। সাদা কালো সমর্থকদের প্রাণ ভোমরা মার্কাস বলছেন, ম্যাচের জন্য তিনি মুখিয়ে রয়েছেন। এর আগে দুবার মোহনবাগান ক্লাব। কলকাতায় আইলিগ আনলেও অন্য কোনও ক্লাব বাংলায় আইলিগ আনতে পারেনি। লালহলুদ, সবুজ মেরুনের আইএসএলে চলে যাবার পর এবার আইলিগ জয়ের দোরগোড়ায় ফৈজল, ব্র্যান্ডরা। মঞ্চ তৈরি, আইলিগ জয়ের সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে বাংলার আইলিগ আনতে পারে কিনা শতাব্দী প্রাচীন মহমেডান সেটাই এখন দেখার।