Date : 2024-04-18

দেশে ফের একদিনে করোনা আক্রান্ত ২ হাজারের বেশি। স্বস্তি দিচ্ছে সুস্থতার হার।

ঋক পুরকায়স্থ, নিউজ ডেস্ক:- দেশের দৈনিক করোনার পরিসংখ্যান স্বস্তি দিচ্ছেনা। একদিনে দেশে করোনা আক্রান্ত ২ হাজারের বেশি। তবে কিছুটা স্বস্তি দিয়েও অ্যাকটিভ কেস নিম্নমুখী। এরই পাশাপাশি দেশে বাড়ছে সুস্থতার হার। শুক্রবার স্বাস্থ ও পরিবার কল্যানমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন। এই সংখ্যাটা প্রায় আগের দিনের মতোই। দেশে বর্তমানে করোনার অ্যাকটিভ কেসের হার ০.০৩ শতাংশ। এই সংখ্যাটা কয়েকদিন আগে পর্যন্ত ছিল ০.০৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৩২৩ জন।

দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা চিন্তায় রাখলেও দেশে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত দেশে মোট করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৫ লক্ষ ৯২ হাজার ৪৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৬১৪ জন। দেশে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবার কল্যান। মন্ত্রেকের দেওয়া তথ্য আনুযায়ী, এখনও পর্যন্ত দেশে টীকা দেওয়া হয়েছে ১৯১ কোটি ৯৬ লক্ষ্যের বেশি। তবে এখনও পর্যন্ত দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য টীকাকরণ ও বিধিনিষেধের পালন করতে হবে।