Date : 2024-04-26

খোঁজ মিলল নেপালের নিখোঁজ বিমানের

রিমিতা রায়, নিউজ ডেস্ক : অবশেষে প্রায় ৫ ঘণ্টা পর খোঁজ মিলল নেপালের দুর্ঘটনার কবলে পরা বিমানের ৷ আশঙ্কা করা হচ্ছে বিমানে থাকা কেউই আর বেঁচে নেই। কারণ বিমানের ধ্বংসাবশেষের সঙ্গে যাত্রীদের দেহাংশও এদিক ওদিক পড়ে রয়েছে। রবিবারই উদ্ধারকাজ চালানোর চেষ্টা করা হলেও খারাপ আবহাওয়ার জন্য তা থেমে যায়। তুষারপাতের জেরে উদ্ধারকাজ বিঘ্নিত হয়। সোমবার ঘটনাস্থল থেকে উদ্ধার যাত্রীদের দেহাংশ। সেগুলি দেখে আলাদা করে চিহ্নিত করা যাচ্ছে না বলে জানা গিয়েছে৷ যদিও সরকারিভাবে এখনও হতাহতের সংখ্যা জানানো হয়নি। রবিবার নেপালে মাঝ আকাশে আচমকাই উধাও হয়ে যায় বেসরকারি সংস্থা পরিচালিত টুইন ইঞ্জিন যাত্রীবাহী বিমানটি। এক ঘন্টা ধরে বিমানটির কোনও খোঁজ পাওয়া যায় না। সোমবার মুস্তাঙ্গের লার্জুঙ্গে খোঁজ মিলল ওই বিমানের ধ্বংসাবশেষ। দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুলিশের উদ্ধারকারী দল।

সূত্রের খবর, ওই বিমান পরিবহণ সংস্থা জানিয়েছে, পশ্চিমের পার্বত্য অঞ্চলের জমসন বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা ছিল। আচমকাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে বিমানটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষে ঘাসার কাছে তীব্র শব্দে কিছু ভেঙে পড়ার আওয়াজ শোনা যায়। দুর্ঘটনার শব্দ বলে মনে করেন তাঁরা। এরপরই নেপাল সরকারের তরফে দুটি হেলিকপ্টার পাঠানো হয় বিমানটির খোঁজে। জানা যাচ্ছে, ওই বিমানে ২২ জন যাত্রী ছিল। যার মধ্যে চার জন ভারতীয়ও সেই বিমানে রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও অন্য দেশেরও নাগরিক রয়েছে। সকাল ৯ টা বেজে ৫৫ মিনিটে নেপালের পোখরা থেকে জমশমের উদ্দেশ্যে রওনা দেয় ওই বিমানটি। নিখোঁজ হয়ে যাওয়ার পরই আকাশ পথে বিমানটির খোঁজ চালানো হতে থাকে। শুধু নেপালের প্রশাসন নয়, ভারতের তরফেও উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে সূত্রে খবর। বেশ কয়েকটি হেলিকপ্টার উদ্ধারকাজে নামানো হয়েছে বলে জানা যাচ্ছে।