Date : 2024-03-28

রাজনীতিতে যোগ দিচ্ছেন না, জানালেন দ্রাবিড়

রাজনীতিতে যোগের কথা অস্বিকার করলেন প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। শেষ কয়েক ঘন্টার প্রাক্তন জাতীয় ক্রিকেটারের

রাজনীতিতে যোগ নিয়ে অনেক জল্পনা হলেও শেষমেষ সেই জল্পনায় নিজেই জল ঢাললেন মিস্টার ডিপেন্ডেবল। ধর্মশালার বিজেপি

বিধায়ক বিশাল নেহোরিয়া দাবি করেছিলেন মে মাসের 12 তারিখ থেকে শুরু হতে চলা বিজেপি যুব মোর্চার জাতীয় কার্যকরি

সমিতির বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন রাহুল দ্রাবিড়। সেই মর্মে রাহুল দ্রাবিড়ের কাছে আমন্ত্রনও যায়। সোশাল মিডিয়ায়

ভাইরাল হয়ে যায় রাহুল দ্রাবিড়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডার তোলা একটি ছবি। এরপরই জল্পনা

ছড়িয়ে পড়ে, তবে কি রাজনীতিতে বিজেপির হাত ধরেই যোগ দিচ্ছেন বর্তমান ভারতীয় অধিনায়ক। যদিও ভারতীয় কোচ

স্পষ্টতই সেই দাবি নস্যাত করে দেন। রাহুল দ্রাবিড় স্পষ্টতই জানিয়ে দিলেন, এই ধরনের দাবি সত্য নয়। কোনওরকম

রাজনীতিক সমাবেশ বা বৈঠকে তিনি যোগ দিচ্ছেন না। চলতি বছরেই রয়েছে হিমাচল প্রদেশে নির্বাচন। তাঁর আগেই মিস্টার

ওয়ালকে দলে টানতে চাইছিলেন বিশাল নেহোরিয়ারা, মত রাজনৈতিক বিশেশজ্ঞদের। এর আগে কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহের

সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে জল্পনা ছড়িয়েছিল, বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। এরপর সৌরভ এবং ডোনার

রাজ্যসভার সাংসদ হওয়ার জল্পনাও তৈরি হয়।