Date : 2024-03-29

ইডেনে বৃষ্টির ভ্রুকুটি, ম্যাচ আয়োজনে মরিয়া সিএবি

ইডেন গার্ডেন্সে আইপিএলের প্লে অফে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। এই দুই দলের মধ্যে যেই দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। যদি বৃষ্টির জন্য ম্যাচ না হয় সেক্ষেত্রে লিগের প্রথম স্থানে থাকার কারণে ফাইনালে পৌঁছে যাবে গুজরাট টাইটান্স। তবে ম্যাচ যদি দুই ওভারও খেলানো যায় সেক্ষেত্রে সুপার ওভারের মাধ্যমে নির্ধারিত হবে বিজয়ী দল। দুই দলই সেক্ষেত্রে একইরকম সুযোগ পাবে। বৃষ্টির পর নির্ধারিত সময়ের 200 মিনিটের মধ্যে ম্যাচ শুরু করা যাবে। একান্তই বরুণ দেবতা যদি কলকাতার ক্রিকেটপ্রেমীদের ওপর সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে লিগ টপারই যাবে ফাইনালে। তবে ঝড় বৃষ্টি হলেও ম্যাচ আয়োজন করতে মরিয়া সিএবি। বৃষ্টি পড়লেও ম্যাচ আয়োজিত হওয়ার ক্ষেত্রে যাবে কোনওরকম বাধা না হয়, সেই জন্য সমস্ত ব্যবস্থা নিচ্ছে সিএবি। সুপার সপার থেকে এয়ার ব্লোয়ার, গ্রাউন্ড কভার সব ব্যবস্থা থাকছে ইডেনে। ক্রিকেটের নন্দন কাননে বৃষ্টির হাত থেকে পিচকে রক্ষা করতে মরিয়া রয়েছে আয়োজক সংস্থা।