Date : 2024-05-01

শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার,মুখোমুখি আরসিবি-রাজস্থান


শুক্রবার আইপিএলে মেগা ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি রাজস্থান রয়্যালস। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাটের বিপক্ষে হারতে হয়েছিল রাজস্থান রয়্যালসকে। এই ম্যাচে হেরে গেলে আইপিএল 2022 থেকে গুডবাই হয়ে যাবে জস বাটলারদের। গত ম্যাচে দুরন্ত ব্যাটিং করেও বোলিংয়ের দোষেই হারতে হয়েছে। আরসিবির বিপক্ষে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে নামতে মুখিয়ে যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনরা। মিডল অর্ডারের অশ্বিনের ধামাকাদার ব্যাটিং রাজস্থানের কাজে লাগছে। গত ম্যাচে রজত পাতিদার যেভাবে পেসারদেরও ছক্কা হাকিয়েছেন, তা দেখে স্পিনারদের দিয়েই তাঁকে বধের ছক কষছে রাজস্থান। অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে বিরাট কোহলি থাকায় ফেভারিট হিসেবে কিন্তু নামছে তাঁরাই।

গত ম্যাচে ফাফ দুপ্লেসিস রান পাননি। গ্লেন ম্যাক্সওয়েলও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অ্যাসিড টেস্টের ম্যাচে যেনতেন প্রকারেন বড় রান করতে মরিয়া ফাফ, গ্লেনরা। আহমেদাবাদের উইকেট ব্যাটিং সহায়ক হতে চলেছে। 190-এর কাছাকাছি রান উঠতে পারে প্রথম ইনিংসে। সেকথা মাথায় রেখেই টস জিতলে ব্যাটিংয়ের রাস্তাতেও হাটতে পারে আরসিবি। হর্শল প্যাটেল, জস হ্যাজলউডরা শুরুতেই জস বাটলারদের ব্যাটিংয়ের সুযোগ নাও দিতে পারেন। কারণ নতুন উইকেট বল ব্যাটে ভালো ভাবে আসায় ব্যাটিংয়ে সুবিধা হয়েছে বাটলারদের। সেক্ষেত্রে টস জিতলে ফিল্ডিং নয়, বরং ব্যাটিং নিয়ে পারে ব্যাঙ্গালোরের দল। দুই দলেরই মাস্ট উইন ম্যাচ হওয়ায় অভিজ্ঞতার নিরিখে সেরা একাদশ নিয়ে মাঠে নামছে তাঁরা। দিনেশ কার্তিক ইডেন কাঁপানোর পর, রাজস্থানের বিপক্ষেও গুজরাট কাঁপাতে তৈরি হচ্ছে। এখন দেখার গোলাপি শহরের দলকে হারিয়ে গুজরাটের বিপক্ষে তাঁদের ঘরের মাঠেই ফাইনাল খেলার টিকিট পায় কিনা।