Date : 2024-04-24

মহারাজের শাহী সাক্ষাত? রাজনীতির পথে প্রিন্স অফ ক্যালকাটা?

রাজনীতিতে বাংলার মহারাজ? জল্পনা তুঙ্গে। বর্তমানে বঙ্গ সফরে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মহারাজের সঙ্গে শাহী সাক্ষাত্ হতে পারে বলে সুত্রের খবর। দুই দিনে বেশ কয়েকটি কর্মসুচি রয়েছে বিজেপির এই হেভিওয়েট নেতারা। তার মধ্যে অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের কোনও কর্মসুচি এখনও জানানো হয়নি। তবে বিশ্বস্ত সুত্রের খবর আলিপুরে মহারাজের বাড়িতে গিয়ে নৈশভোজ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনের আগে জল্পনা তুঙ্গে উঠেছিল, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই মতো বিজেপির রাজ্য নেতৃত্ব তৈরিও হচ্ছিল। বাংলার মানুষও ধরে নিয়েছিল, বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন প্রিন্স অফ ক্যালকাটা। কিন্তু সেযাত্রায় অসুস্থ হওয়ায় সাপে বর পেয়েছিলেন মহারাজ। আর রাজনীতিতে যোগ দিতে হয়নি তাঁকে। সামনে আইসিসিতে যাওয়ার সুযোগ রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। সেই জন্য বিজেপির সাহায্য পরোক্ষভাবে প্রয়োজন দাদা। এদিকে প্রিন্স অফ ক্যালকাটার প্রতি বাংলার মানুষের অকৃত্রিম ভালোবাসাকে কাজে লাগাতে চাইছে বিজেপি। যেভাবে বিজেপি থেকে রাজ্যের শাসকদলে নেতারা চলে যাচ্ছেন, তাতে এক সঠিন নেতা এবং মুখের অভাব। স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। একাধিক প্রাক্তন ক্রিকেটার রাজনীতিতে এসে সফল হয়েছে। যার মধ্যে রয়েছেন গৌতম গমভীররা। সেকথা বুঝিয়েই মহারাজকে গেরুয়াকরণের চেষ্টা করতে পারেন বিজেপি সেনাপতি। সেক্ষেত্রে মহারাজের আলিপুরের বাসস্থানেই সাহী সাক্ষাত্ হতে চলেছে। যদিও এখনও সরকারিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসুচীতে মহারাজের সঙ্গে সাক্ষাতের কোনও দিনক্ষণ প্রকাশ করা হয়নি।