Date : 2024-04-26

দৈনিক সংক্রমন বাড়লো ১৬ শতাংশ, দেশে একদিনে মৃতের সংখ্যা ৩৩ জন।

ঋক পুরকায়স্থ, নিউজ ডেস্ক : করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভারত। চিন, উত্তর কোরিয়ার মতো দেশে করোনা চোখ রাঙালেও ভারতের বর্তমান পরিস্থিতি স্বস্তিজনক। ভারতে প্রায় প্রতিদিনই একটু একটু করে কমছে করোনার সংক্রমন। পাশাপাশি আইসিএমআর জানিয়ে দিয়েছে, আপাতত চতুর্থ ঢেউয়ের আশঙ্কা নেই। তবে এখনও করোনা পরিস্থিতি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বুধবার স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৯ জন। এই সংখ্যাটা মঙ্গলবারের থেকে প্রায় ১৬ শতাংশ বেশি। এর মধ্যে দিল্লিতে আক্রান্ত ৩৯৩ জন। অন্যদিকে মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত দেড়শোরও বেশি। ফলে দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ কোটি ৩১ লক্ষ ২৭ হাজার ১৯৯ জন।

এপ্রিল মাসে করোনা সংক্রমনের সংখ্যা চিন্তা বাড়ালেও বর্তমানে এই পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৫ হাজার ৬৪৭ জন। বর্তমানে গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবার কল্য়ান মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ২৯৩ জন। দেশে করোনা সংক্রমনে নিয়ন্ত্রনে থাকলেও দেশে সুস্থতার হারও স্বস্তিজনক। দেশে এখনও পর্যন্ত মোট করোনা মুক্ত হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ২৫৯ জন। অর্থাত্ বলা যেতে পারে, বিধিনিষেধের পালন করলে দেশে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।