Date : 2024-03-29

রান্নার গ্যাসের দাম বেড়ে এক হাজার! – মাথায় হাত মধ্যবিত্তের

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক:-আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। এক লাফে ৫০টাকা বেড়ে ১৪.২কেজি সিলিন্ডারের দাম হল ১০২৬টাকা। অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ২৪৪৫.৫০টাকা। একদিকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি অন্যদিকে বাজারের সমস্ত জিনিসের দাম বাড়ছে তার ওপর এক ধাক্কায় গ্যাসের দাম পার করল হাজার টাকার গন্ডী, স্বাভাবিক ভাবেই মাথায় হাত মধ্যবিত্তের।

শুক্রবার মধ্যরাতে রান্নার গ্যাসের দাম বেড়ে গেল আরও ৫০ টাকা। এবার থেকে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১০২৬ টাকা। খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের বেলাগাম মূল্যবৃদ্ধি এমনিতেই ঘুম কেড়েছে মধ্যবিত্তদের। যে সব অতি দরকারি ওষুধ ছাড়া বহু মানুষ এক পা-ও চলতে পারেন না, সম্প্রতি সেগুলির পিছনে খরচ বেড়ে গিয়েছে। এই অবস্থায় গ্যাস কেনার জন্য হাজার টাকার বেশি বার করতে বহু মানুষেরই নাভিশ্বাস উঠবে।

হোটেল-রেস্তরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডার মানে ১৯ কেজির সিলিন্ডারের দাম অবশ্য এই দফায় ৯.৫০ টাকা কমে কলকাতায় ২৪৪৫ টাকা হয়েছে। মাসের প্রথমে সেটি ১০০ টাকারও বেশি বেড়েছিল।