Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • বাঁশদ্রোণীতে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার ২। গ্রেফতার পে লোডার চালক শম্ভু রাম এবং মালিক বিশ্বকর্মা শর্মা। দমদম এবং চিৎপুর থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মালিক বিশ্বকর্মা শর্মাই চালককে পালাতে সাহায্য করেছিলেন। সাংবাদিক বৈঠকে জানান ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত।
  • উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে ইট-বোমা-গুলি ছোড়ার অভিযোগ। বোমার আঘাতে আহত অর্জুন সিং। আহত এক CISF জওয়ানও। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।
  • মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জের। লেবাননে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ।
  • ইরান-ইজরায়েল যুদ্ধ নিয়ে রাষ্ট্রপুঞ্জে সমালোচনা।আন্তোনিও গুতেরেসের ইজরায়েলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ইজরায়েলের।
  • প্রতি মুহূর্তে ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। লেবাননে থাকা অস্ট্রেলিয়ান নাগরিকদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ।
  • জি-৭ নেতাদের সঙ্গে ফোনে কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ইরানের উপরে একাধিক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত আমেরিকার।
  • অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত সরকার বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। সংস্কৃতি মন্ত্রকের কাছে আমরা এর জন্য একাধিকবার দরবার করেছিলাম। একাধিক গবেষণাপত্রও দিয়েছিলাম। আমাদের গবেষণাকে স্বীকৃতি দিয়েছে। উচ্ছ্বাস প্রকাশ করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্র। মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়ার সঙ্গে বাংলাকেও ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্র। বর্তমানে ধ্রুপদী ভাষার সংখ্যা ৬ থেকে বেড়ে ১১। তামিলকে ২০০৪ সালে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছিল কেন্দ্র। ২০১৪ সালে ওড়িয়া ধ্রুপদী ভাষার তকমা পায়।
  • আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার আশিস পাণ্ডে। তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত আশিস।
  • ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে। ইজরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে আমেরিকা, জানান জো বাইডেন।
  • পশ্চিম এশিয়ায় যুদ্ধের আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।বুধবার গভীর রাতে বেইরুটের মধ্যভাগে হামলা চালায় ইজরায়েল। হামলায় ছ’জনের মৃত্যুর আশঙ্কা।
  • যুদ্ধের আঁচে ফুটছে মধ্য প্রাচ্য। ভারতীয়দের ইরান যাত্রা নিয়ে সতর্কবার্তা নয়াদিল্লির। ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ। তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ।
  • New Date  
  • New Time  
প্রয়াগরাজের ঘটনা। তৃণমূল প্রতিধিদলের সাক্ষাতের পর এফ‌আই‌আর এন‌এইচ‌আরসি-র

5
May 2022

প্রয়াগরাজের ঘটনা। তৃণমূল প্রতিধিদলের সাক্ষাতের পর এফ‌আই‌আর এন‌এইচ‌আরসি-র

সঞ্জু সুর, সাংবাদিক : উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনার পর কেটে গিয়েছে ১৮ দিন। এতদিন পর জাতীয় মানবাধিকার কমিশন খেবরাজপুরের ঘটনায় এফ‌আই‌আর করার সিদ্ধান্ত নিল। এবার ওই পীড়িত পরিবারের সদস্যরা ন্যায় পাবে বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস।

এপ্রিল মাসের ১৭ তারিখ নৃশংস ঘটনা ঘটে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সেখানকার খেবরাজপুর গ্রামে এক‌ই পরিবারের পাঁচ জন সদস্যকে নৃশংস ভাবে হত্যা করা হয়। শিউরে ওঠার মতো এই ঘটনার পরপরই ২৪ তারিখ তৃণমূল কংগ্রেসেরএকটি প্রতিনিধিদল পৌঁছায় খেবরাজপুরে। তৃণমূল সাংসদ দোলা সেন, কাকলী ঘোষ দস্তিদার সহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল দেখা করে ওই ঘটনায় মৃত পরিবারের জীবিত সদস্যদের সাথে। ওদের সাথে কথা বলে বোঝেন কি অসহায় অবস্থায় রয়েছেন তারা। উত্তরপ্রদেশের পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর, বরং পীড়িত পরিবার‌ই ভয়ে ভয়ে রয়েছে। সমস্ত কিছু দেখে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিষয়টি জানান দোলা সেনরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এরপর ২৯ তারিখ দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এর সঙ্গে দেখা করেন দোলা সেন, সাকেত গোখেল ও ললিতেশপতি ত্রিপাঠি। খেবরাজপুরের ঘটনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে তুলে ধরেন তাঁরা। জানান যে কি নৃশংস ভাবে খুন করা হয়েছে এক‌ই পরিবারের পাঁচ জন সদস্যকে, যার মধ্যে একটি দুই বছরের শিশুও রয়েছে। আরো জানান যে ঐ পরিবারের সদস্যরা ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন, পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের দাবিতে অবশেষে প্রয়াগরাজের খেবরাজপুরের ঘটনায় এফ‌আই‌আর দায়ের করলো জাতীয় মানবাধিকার কমিশন। আপনাদের চাপেই কি এতদিন পরে হলেও এন‌এইচ‌আরসি এফ‌আইআর করার সিদ্ধান্ত নিল ? এই প্রশ্নে তৃণমূল সাংসদ তথা দুই প্রতিনিধিদলে থাকা দোলা সেন জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে আমরা গিয়েছিলাম বলেই এন‌এইআরসি-র উপর চাপ পড়েছিলো। সেই জন্য‌ই তারা এই ভূমিকা নিয়েছেন বলে মনে করছি। আমরা আশা করবো খেবরাজপুরের মানুষ, ইউপি-র গঙ্গা পাড়ের মানুষ সুবিচার পাবেন।”

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​