Date : 2024-03-27

ইউরোপিয়ান ফুটবল থেকে বিশ্বফুটবল, সব খবর এক ঝলকে

ফিফার শাস্তি এড়াতে আসরে এআইএফএফ। ফিফার নিয়মঅনুযায়ি এআইএফএফ-সহ বিভিন্ন দেশের ফুটবল সংস্থার সঙ্গে যদিও কোনও তৃতীয় পক্ষ বা সরকারি যোগ থাকে সেক্ষেত্রে নির্বাসনের মুখে পড়তে হয় সেই দেশকে। সুপ্রিম কোর্টের দ্বারা এআইএফএফ শীর্ষকর্তাসহ আধিকারিকদের সরিয়ে দেওয়ার পর নতুন এক কমিটিকে দায়িত্ব দেওয়া ফিফার কোপের মুখে পড়তে পারে ভারতীয় ফুটবল ফেডারেশন। এআইএফএফ-এর প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল এরপরই উদ্যোত হলেন পরিস্থিতি সামাল দিতে। ফিফা সভাপতি ইনফান্তিনোর দ্বারস্থ হয়ে ভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাচন আয়োজনের জন্য কয়েক সপ্তাহ সময় দিতে বলছেন প্রফুল। সেই সময় ফিফা দিয়ে দিলেন, আর নির্বাসন বা শাস্তির মুখে পড়বে না এআইএফএফ।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। ইপিএলের শেষ দিনে রুদ্ধশ্বাস ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যান সিটি। 75 মিনিট পর্যন্ত ভিলার বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে ছিল সিটি। কিন্তু সুপারসাব হিসেবে মাঠে নেমেই হিরো হয়ে উঠলেন ইকে গুন্ডোগান। 76 মিনিটে প্রথম গোলটি করেন গুন্ডোগান। 2 মিনিট পর ম্যান সিটিকে সমতায় ফেরান রডরি। ইপিএলকে চ্যাম্পিয়নের স্বাদ এনে 81 মিনিটে ইকা গুন্ডোগান। জয়ের পর কার্যত চোখে জল চলে আসে পেপ গুয়ার্দিওয়ালার। লিভারপুল তাঁদের শেষ ম্যাচ জিতলেও শেষ হাসি হাসল সিটিই।