Date : 2022-11-27

আগামী বছর কবে উচ্চমাধ্যমিক? ঘোষণা করল সংসদ।

নাজিয়া রহমান, সাংবাদিক : আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করল সংসদ। পূর্ণাঙ্গ সিলেবাসেই হবে পরীক্ষা। জানালেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

শুক্রবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। এবারে পাশের হার ৮৮.৪৪  শতাংশ। ২০২২ এর ফল প্রকাশের দিনই ঘোষণা করা হল ২০২৩ এর উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিনক্ষণ। আগামী বছর পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। চলবে ২৭ মার্চ পর্যন্ত।

উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি –
১৪ মার্চ ২০২৩-প্রথম ভাষা,
১৬ মার্চ ২০২৩-দ্বিতীয় ভাষা,
১৭ মার্চ ২০২৩-ভোকেশনাল সাবজেক্টস,
১৮ মার্চ ২০২৩-বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স
২০ মার্চ ২০২৩-ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, এয়ারোনমি, হিস্ট্রি
২১ মার্চ ২০২৩-কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনভায়রনমেন্ট স্টাডিজ, হেল্থ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজ্যুয়াল আর্টস
২২ মার্চ ২০২৩-কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি
২৩ মার্চ ২০২৩-ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
২৪ মার্চ ২০২৩-ইকনমিক্স
২৫ মার্চ ২০২৩-কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, স্যান্সক্রিট, পার্সিয়ান, আরবি, ফ্রেঞ্চ
২৭ মার্চ ২০২৩-স্ট্যাটিসটিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট

 এবছর করোনা আবহে পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীরা নিজের স্কুলে অর্থাৎ হোম ভেন্যুতেই পরীক্ষা দেয়। তবে ২০২৩ থেকে পরীক্ষা হবে পুরোনো নিয়ম মেনেই। অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।করোনা পরিস্থিতিতে চলতি বছরে নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীরা তাই কাটছাঁট করা হয়েছিল সিলেবাসও। তবে আগামী বছর পুরো সিলেবাসেই হবে পরীক্ষা হবে বলেই জানিয়েছে সংসদ।