Date : 2022-11-27

পাভলভ মানসিক হাসপাতালে মানসিক রোগীদের মর্মান্তিক অবস্থা, স্বাস্থ্য দফতরের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ মানসিক রোগীদের মর্মান্তিক অবস্থা পাভলভ হাসপাতালে। গত এপ্রিল মাসে স্বাস্থ্যভবনের মানসিক স্বাস্থ্য বিভাগের কর্তারা পরির্দশন করেন পাভলভ হাসপাতাল। সেই রিপোর্টে উঠে এসেছে একের পর এক শিউরে ওঠার মতো তথ্য। এরই পরপ্রেক্ষিতে পাভলভের সুপার গণেশ প্রসাদকে শোকজ করেছেন ডিরেক্টর অব পাবলিক হেলথ।

সপ্তাহ খানেক আগে স্বাস্থ্য ভবনে জমা পড়েছে দুই কর্তার সরেজমিন রিপোর্ট। আর তাতেই প্রকাশ্যে এসেছে চমকে দেওয়া তথ্য

সেই রিপোর্ট অনুযায়ী

দু’টি ঘরে ১৩ জন মহিলা আবাসিককে তালাবন্দি করে রাখা হয়

ঘরগুলি নোংরা অন্ধকার

যত্রতত্র ছড়িয়ে লোহার টুকরো

মহিলা আবাসিকদের সারা শরীরে ক্ষত

আবাসিকদের খাবারের গুণমান এবং পরিমাণ যথাযথ নয়

ডায়েট কমিটি বলে কিছু নেই

আবাসিকরা কীভাবে আছেন তা দেখেন না কোনও চিকিত্সক, নার্স ও সুপার।

আবাসিকরা কেন তালাবন্দি? উত্তরে এক নার্সিং স্টাফ জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শেই রোগীদের তালাবন্দি করে রাখা হয়েছে। তবে মুখের কথাই সার। এই নিয়ে কোনও লিখিত প্রমাণ বা প্রেসক্রিপশন মেলেনি।

এই অবস্থা দিনের পর দিন কীভাবে চলল তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও গোটা ঘটনার দায় এড়িয়ে গিয়েছেন সুপার।