Date : 2024-07-22

মেসির পাঁচ গোল, জোড়া গোল রোনাল্ডোরও

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে এস্তোনিয়াকে গোলের মালা পড়াল আর্জেন্তিনা। বলা ভালো গোলের মালা পড়ালেন লিওনেল মেসি। একাই

পাঁচ গোল করলেন এলএমটেন। দলও এস্তোনিয়ার বিপক্ষে জিতল 5-0 গোলে। ম্যাচের 8 মিনিট থেকেই গোলের বন্যা শুরু

করেন লিও। 45 মিনিটে দ্বিতীয় গোলটি করেন এলএমটেন। 47 মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন লিওনেল মেসি।

হ্যাটট্রিকের পর লিওর খিদে যেন আরও বেড়ে যায়। 71 মিনিটে দলের এবং নিজের চতুর্থ গোলটি করেন আর্জেন্তাইন রাজপুত্র।

76 মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন লিওনেল মেসি। গোটা ম্যাচে প্রায় 80 শতাংশ বল পজিশনই ছিল

আলভারেজ,মেসি,কোরেয়াদের পায়ে। নেশনস লিগে দুরন্ত জয় পর্তুগালের। লিওনেল মেসির পাঁচ গোল করার দিন পিছিয়ে

থাকলেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। সুইত্জারল্যান্ডের বিপক্ষে করলেন জোড়া গোল। ম্যাচের 15 মিনিটেই

উইলিয়াম কার্ভালহো গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। 35 মিনিটে নিজের প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 4

মিনিট পর ফের গোল করেন পর্তুগিজ সুপারস্টার। তার দ্বিতীয় গোলে পর্তুগাল এগিয়ে যায় 3-0 গোলে। দ্বিতীয়ার্ধে 68 মিনিটে

পর্তুগালের হয়ে চতুর্থ গোলটি করেন জোয়াও ক্যানসেলো। স্পেনের বিপক্ষে শেষ ম্যাচে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেনি কোচ

ফার্নান্দো স্যান্তোস। বয়স বাড়লেও তিনি যে মোটেই ফুরিয়ে যাননি, তাই সুইসদের বিপক্ষে প্রমাণ করে দিলেন সিআরসেভেন।

নেশনস লিগের ম্যাচে অঘটন ঘটাল হাঙ্গারিও। ইংল্যান্ডকে হারিয়ে দিল হাঙ্গারি। হ্যারি কেন সমন্বিত প্রথম সারির দল নিয়েই

হাঙ্গারির বিপক্ষে খেলতে নেমেছিল ব্রিটিশরা। তবে ডমিনিক সজবোজলাইয়ের একমাত্র গোলে ইংল্যান্ডকে হারিয়ে দেয় হাঙ্গারি।

খাতায় কলমে রাশফোর্ড, স্টার্লিংদের থেকে দলগত সংহতীতে অনেক পিছনে রয়েছে হাঙ্গারিয়ানরা। তবে খেলায় সেই প্রভাব পড়ল

না। বরং 1-0 গোলে জিতেই মাঠ ছাড়ল সালাই-অরবানরা।