Date : 2024-04-27

অজিত বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে মিলে মিশে একাকার গোটা ময়দান

আইএফএ সভাপতির জন্মদিনে মিলে মিশে এক হয়ে গেল গোটা কলকাতার ময়দান। শনিবার ছিল আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রবিন্দ্র সরোবর স্টেডিয়ামে সাদার্ন সমিতির কর্তা সৌরভ পাল এবং সুরুচি সঙ্ঘ ক্লাবের কর্তা স্বরূপ বিশ্বাসের উদ্যোগে জামজকমপূর্ণ ভাবে এদিন পালন হবে অজিত বন্দ্যোপাধ্যায়ের ওরফে ময়দানের ষষ্ঠিদার জন্মদিন। বরাবরই লাইমলাইটের বাইরে থেকে কাজ করতে ভালোবাসেন ষষ্ঠিদা। নিজের জন্মদিনটাও তাই সমাজের কল্যাণেই উত্্সর্গ করলেন তিনি। কালিঘাটের যৌনপল্লির কর্মিদের ওষুধের ব্যবস্থা করা হয় তাঁর জন্মদিনে। বর্ষার সময় বৃষ্টির কারণে বিভিন্ন সমস্যা হয় কালিঘাটের যৌনপল্লির কর্মিদের। যার মধ্যে অন্যতম শারীরিক অসুস্থতা। তা দুর করতেই অজিত বন্দ্যোধ্যায়ের জন্মদিনকেই বেছে নিলেন সৌরভ পালরা। অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, ছোট থেকে আমার জন্মদিন সাদা মাটা ভাবেই হয়েছে। এবারই প্রথম এত বড় করে জন্মদিন পালন করলাম। খুব ভালো লাগছে, আরও ভালো লাগছে কারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। সাদার্ন সমিতির কর্তা সৌরভ পাল বলছিলেন, বরাবরই আমরা সব সময় চাই ময়দানের যারা প্রাণ পুরুষ তাঁদের সম্মান দিতে। আর এমন বিশেষ দিনে মানুষের পাশে দাঁড়ালে তা স্মরণীয় হয়ে থাকে। সেকারণেই এমন সিদ্ধান্ত। আরেক উদ্যোক্তা তথা সুরুচি সঙ্ঘের শীর্ষকর্তা স্বরূপ বিশ্বাস বলেন, সৌরভ এই অনুষ্ঠানের মুল উদ্যোক্তা। আমরা ওর পাশে দাড়িয়ে সাহায্য করেছিল।

দীর্ঘ 52 বছর ধরে ময়দানের সঙ্গে জড়িত অজিতদা। তাই ওনার জন্মদিনটা আমরা আজ সাড়ম্বরে কাটালান। পরবর্তীকালে যারা ময়দানের প্রাণপুরুষ তাঁদের জন্মদিনও ভালো এভাবে কাটাতে চাই। শনিবার সকালে অজিত বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে রবীন্দ্র সরোবারে প্রায় এক হয়ে গেছিল গোটা ময়দান। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ মালা রায় থেকে বিধায়ক দেবাশিস কুমাররা এসেছিলেন। উপস্থিত ছিলেন মোহনবাগানর সচিব দেবব্রত সরকার থেকে ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার, মহমেডানের বেলাল আহমেদ, দানিশ ইকবাল, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। কেক কাটা, মিষ্টি মুখ থেকে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর পাশে দাঁড়ানো, সবই ছিল ষষ্ঠিদার জন্মদিনে। স্বভাবতই আজ তাই কিছুটা আবেগাপ্লুত তিনি। আগামি দিনে ময়দানের প্রাণপুরুষদের জন্মদিন এভাবেই পালন করার চেষ্টা করবে তারা, বললেন সৌরভ পাল।