সঞ্জু সুর, সাংবাদিক ঃ কেন্দ্রের ‘অগ্নিপথ স্কিম’ নিয়ে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনীতে এই অস্থায়ী নিয়োগের তিনি যে বিরোধী জানিয়েছিলেন সেটাও। এবার আরো এক ধাপ এগিয়ে কেন্দ্রের এই স্কিম কে ‘স্ক্যাম’ বলেই অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার আসানসোলের পোলো গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মি সম্মেলন ছিলো। সেই সম্মেলনের মঞ্চ থেকে অগ্নিপথ স্কিম নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মতে, “ছয় মাস ট্রেনিং দিয়ে চার বছরের জন্য চাকরি। তারপর এই ছেলে মেয়ে গুলো কোথায় যাবে ?” চার বছর নয়, এদের ষাট বছরের জন্য চাকরির নিরাপত্তা দিতে হবে বলে আসানসোলের সভায় দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বিঁধে মমতার মন্তব্য, “অগ্নিপথের নামে ২৪ এর নির্বাচনের আগে ললিপপ দেখাচ্ছে বিজেপি।” অগ্নিপথ স্কিমে রাজ্যের ছেলেমেয়েদের চাকরির সুযোগ কতটা তা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিসাব কষে বলেন, “চার বছর ধরে সারা দেশে এক বার কুড়ি হাজার আর একবার চল্লিশ হাজার নিয়োগ হবে। দেশের সব রাজ্যের কথা মাথায় রাখলে এক একটা রাজ্যে তাহলে এক হাজার ছেলে মেয়েও তো চাকরি পাবে না।” তখনই এক মারাত্মক অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “সেনাদের আমি সম্মান করি। কিন্তু একজন কর্নেল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন। তিনি অনুরোধ করে বলেছেন যে এই স্কিমের মাধ্যমে একটা ডেটা ব্যাংক তৈরি হয়ে যাচ্ছে। রাজ্যগুলোকে অনুরোধ সেই ডেটা ব্যাংক থেকে তাদের রাজ্যে চাকরি দেওয়া হোক।” এখানেই আপত্তি মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, “কেন ? আমি তোমাদের লোক কে চাকরি দেবো কেন ? আমি আমার রাজ্যের ছেলেমেয়েদের চাকরি দিচ্ছি ও দেবো।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনার ডাস্টবিন আমি নিয়ে ওয়াশিং মেশিনে ফেলতে পারবো না।