রুমঝুম সামন্ত, নিউজ ডেস্ক; পাকিস্তান নাকি তিন টুকরো হয়ে যাবে। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে আর্থিক বিপর্যয়ে ধুঁকছে পাকিস্তান। তার মধ্যেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, “যদি দেশের প্রশাসন সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে আমি লিখে দিতে পারি পাকিস্তানের ধ্বংস হবেই। সবার প্রথমে দেশের সেনাবাহিনী ধ্বংস হবে। তিন ভাগে ভেঙে দেওয়া হবে পাকিস্তান কে”। পারমাণবিক আঘাতে মোকাবিলা করার ক্ষমতাও নাকি চলে যাবে পাকিস্তানের। দেশের ভুল সিদ্ধান্তের কারণে ব্যাপক ক্ষতি হতে পারে বলেও দাবি করেছেন। বেনজির ভুট্টোর সময়ের কথা উল্লেখ করেছেন তিনি। অর্থ অভাবের মুখে পড়তে চলেছে পাকিস্তান। শত্রু পক্ষের আক্রমণের মোকাবিলা করার ক্ষমতাও নাকি হারিয়ে ফেলতে চলেছে পাকিস্তান। দাবি ইমরানের।
প্রাক্তন পাক প্রধান মন্ত্রীর মন্তব্যে তীব্র বিরোধিতা করে আসিফ আলি জারদারি বলেছেন, “ইমরানের কথা পাকিস্তানের কোনও মানুষের কথা হতে পারে না। এটা আসলে নরেন্দ্র মোদীর কথা। ভারতের প্রধান মন্ত্রীর বোঝা উচিত, ইমরানের ক্ষমতাই পৃথিবীতে সব কিছু নয়”। জোটসঙ্গী দলনেতা তলাল চৌধুরী বলেছেন, “ক্ষমতা হারিয়ে যেতেই পাকিস্তান ভেঙে যাওয়ার কথা বলছেন ইমরান”। তবে বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের প্রাক্তন প্রধান মন্ত্রীর মুখে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা গেছে। আগাম নির্বাচনের দাবিতে বড় মিছিল বের করেন ইমরান খান। সেই মিছিলের সমর্থকদের নাকি হেনস্তা করেছে পাকিস্তান প্রশাসন। এমনই দাবি করেছেন তিনি। শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করার অধিকার তাঁর আছে কিনা এই বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়েছেন ইমরান খান। এ বিষয়ে শীর্ষ আদালত যদি রায় দেয় তাহলে আবার মিছিল করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।