Date : 2024-04-20

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ভারতের


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ফিরল ভারত। অবশেষে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের দেখা পেল ভারতীয় দল। তৃতীয় টি20 ম্যাচে

ভাইজাগে দক্ষিণ আফ্রিকাকে ৪৮ রানে হারাল ভারতীয় দল। প্রথমে ব্যাট করে জোড়া ওপেনারের দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে

179 রানে পৌঁছায় ভারত। পাঁচ উইকেটে এই রান তোলে ভারত। 57 রান করেন ওপেনার রুতুরাজ গায়েকওয়ার। তার ইনিংস

সাজানো ছিল 7টি চার এবং 2টি ওভারবাউন্ডারিতে। 54 রান করেন আরেক ওপেনার ইশান কিষাণ। ইশানের ইনিংসে ছিল

5টি বাউন্ডারি এবং জোড়া ওভারবাউন্ডারি। শেষদিকে 21 বলে 31 রানে ছোট ক্যামিও খেলেন হার্দিক পান্ডিয়া। জবাবে ব্যাট

করতে নেমে ভারতের আঁটোসাটো বোলিংয়ের বিপক্ষে সেভাবে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। বরং শুরু থেকেই নরবড়ে দেখায়

তাঁদের। 19.1 ওভারে 131 রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা দল। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ 29 রান করেন হেনরিখ

ক্লাসেন। তিন ওভার এক বল হাত ঘুড়িয়ে 25 রান দিয়ে 4টি উইকেট নেন হর্শল প্যাটেল। 4 ওভারে মাত্র 20 রান দিয়ে

তিনটি উইকেট নেন যুজবেন্দ্র চাহালও। অক্ষর প্যাটেল এবং ভুবনেশ্বর কুমারও একটি করে উইকেট নেন। সিরিজে এখনও এগিয়ে

সাউথ আফ্রিকা। 2-1 ফলে প্রোটিয়ারা এগিয়ে থাকায় সিরিজের সব ম্যাচই এখন ভারতের কাছে মাস্ট উইন। শুক্রবার সিরিজে

চতুর্থ টি20 ম্যাচ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। অধিনায়ক হিসেবে প্রথম জয়ের পর স্বভাবতই কিছুটা আত্মবিশ্বাস

বাড়ল ঋষভ পন্থের।