Date : 2024-04-26

প্রথম ম্যাচেই জয় ভারতের, জোড়া গোল সুনীলের

যুবভারতীতে সুনীলের জোড়া গোল। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জিতল ভারতীয় ফুটবল দল। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য রেখে খেলছিল সুনীলের ভারত। ১৪ মিনিটেই পেনাল্টি পায় ভারত। সেই স্পট কিক থেকে দলকে এগিয়ে দিতে কোনও ভুলই করেননি ভারতীয় ফুটবলের পোস্টার বয়। শেষ বয়সে এসেও তার পা যে এখনও তার কথা শোনে সেটা প্রমাণ করে দিলেন সুনীল। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই লেমন ব্রেকে যায় ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে নেমে ফের ইনসুরেন্স গোলের খোঁজ শুরু করে ব্লু টাইগার্সরা। স্টিম্যাচের টোটকায় আরও আক্রমনাত্মক ভঙ্গিতে ফুটবল শুরু করে সুনীল-সন্দেশ-লিস্টনরা। ফলস্বরুপ ফের ৬০ মিনিটে গোলের দেখা পায় ভারত। ফের একবার ইগর স্টিম্যাচকে গোলের স্বস্তি দেন সুনীল ছেত্রী। তার দৌলতেই গোটা ম্যাচে কার্যত দাপুটে ফুটবল খেলে লিস্টন, ব্র্যান্ডনরা। কম্বোডিয়া ফুটবলাররা অধিকাংস সময়ই নিজেদের অর্ধেই ঘোরাফেরা করলেন। হাতে গোনা কয়েকবার ভারতের বক্সে আক্রমন করলেন। তবে ভারতীয় দলের রক্ষণ এদিনও বেশ কিছুটা নড়বড় দেখিয়েছে। তবে ভারতের যা আক্রমনে প্রাধান্য ছিল, তাতে আরও বেশি গোলই হতে পারত। পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ রয়েছে আফগানিস্তান। তবে যে ফুটবলটা এদিন সল্টলেকে সুনীলরা খেললেন, তাতে পরের দুটো ম্যাচে যদি নিজেরা হাল্কা করে না দেখেন তাহলে যে কোনও প্রতিপক্ষকেই হারিয়ে দিতে পারেন তারা। প্রথম ম্যাচেই ২ গোলের জয় আসায় স্বভাবতই খুশি কোচ ইগর স্টিম্যাচ।