Date : 2024-04-20

মঙ্গলবার মাস্ট উইন ম্যাচ ঋষভ পন্থ, ভুবনেশ্বর কুমারদে

মৈনাক মিত্র,সাংবাদিক; দঃ আফ্রিকার বিপক্ষে ভারতের হারের ধারা অব্যাহতই রইল। দ্বিতীয় টি20 ম্যাচেও দঃ আফ্রিকার বিপক্ষে

হারল টিম ইন্ডিয়া। ঋষভ পন্থের অধিনায়কত্বে টানা দুই ম্যাচে হারল মেন ইন ব্লুজরা। প্রথম ম্যাচে বোলারদের ব্যর্থতায়

হেরেছিল রাহুল দ্রাবিড়ের দল। দ্বিতীয় ম্যাচে অবশ্য হারের কারণ ব্যাটাররা। বড় রান তুলতে না পারা একটা কারণ। তেমনই

যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেলদের ধারাবাহিকতার অভাব প্রোটিয়াদের বিপক্ষে ভারতের খারাপ পারফরমেন্সের কারণ। মঙ্গলবার

নতুন উদ্যোম নিয়ে ফের দঃ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি20 ম্যাচে মাঠে নামছে ভারত। ভুবনেশ্বর কুমার ছাড়া ভারতীয় দলের

বোলিং লাইন আপে উইকেট টেকিং বোলার কম। ঠিকঠাক সাপোর্ট পাচ্ছেন না ভুবি, তবুও দ্বিতীয় ম্যাচে একাই নিয়েছিলেন 4

উইকেট। তৃতীয় ম্যাচ ভারতের কাছে মাস্ট উইন। এই ম্যাচ থেকেই মরণ কামর দিতে চাইছে শ্রেয়স আইয়ার। কি স্ট্র্যাটেজিতে

গেলে জয় সমভব, সেই নিয়েই চলছে আলোচনা। বিরাট, রোহিতের পর লোকেশ রাহুলের ছিটকে যাওয়ায় এমনিতেই ব্যাটিং

লাইন আপ ধাক্কা খেয়েছে। রুতুরাজ গায়েকওয়ার, ইষাণ কিষাণদের এই সময়টাই কাজে লাগাতে বলছেন দ্রাবিড়। এখন পারফর্ম

করতে পারলে নিজেদের জায়গা পাকা করতে পারবেন তাঁরা, সেকথাই বারবার বোঝাচ্ছেন কোচ। বোলিংয়েও অভিজ্ঞতার অভাব

ভোগাচ্ছে টিম ইন্ডিয়াকে। ফলে তৃতীয় ম্যাচে জয় ফিরতে গেলে সব বিভাগেই উন্নতি করতে হবে। ঋষভের পাশাপাশি হার্দিকের

ওপর দায়িত্ব পড়ছে জুনিয়রদের উদ্বুদ্ধ করার। এখন দেখার মঙ্গলবারের সন্ধ্যায় ভাইজাগে সিরিজের ব্যবধান কমাতে পারে কিনা

ভারতীয় দল।