Date : 2022-12-09

মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচ সুনীল-সন্দেশদে

মৈনাক মিত্র,সাংবাদিক;মঙ্গলবার এএফশি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের মাস্ট উইন ম্যাচে যুবভারতীতে হংকংয়ের

মুখোমুখি ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে দুরন্ত জয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও জিতেছে ভারত।

মঙ্গলবারের ম্যাচে জিততে পারলেই এএফসি কাপের দোরগোড়ায় পৌঁছে যাবে সুনীল, সন্দেশরা। কিন্তু হারলে বা ড্র হলেই, সেই

সুযোগ হাতছাড়া হবে ব্লু টাইগারদের। হংকং দল দুই ম্যাচই জিতেছে ভারতের মতো। তবে গোলপার্থক্যে এগিয়ে রয়েছে তাঁরা।

সেই কারণে এই ম্যাচ তাঁদের কাছে মাস্টউইন না হলেও স্টিম্যাচের কাছে মরণ বাচন। প্রথম ম্যচের পরই স্টিম্যাচ বলেছিলেন,

সুনীলকে ছাড়া জিততে শিখতে হবে ভারতকে। তবে দ্বিতীয় ম্যাচেও ত্রাতার ভুমিকায় অবতীর্ণ হন সেই সুনীলই। মঙ্গলবারের

ম্যাচেও স্টিম্যাচের ভরসা 37 বছর বয়সি সেই স্ট্রাইকার। হংকং দল ফিফা ক্রমতালিকায় ভারতের থেকেও নিচে রয়েছে। তবে

তাঁদের পারফরমেন্স মোটেই সেই কথা বলছেন না। গত ম্যাচে 3-0 গোলে জিতেছে হয়কং। দুই ম্যাচেই গোল করেছেন হংকংয়ের

ম্যাথিউ এলিয়ট উইং। তাই তার দিকে বাড়তি নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সন্দেশ ঝিংগানকে। উইংয়ে আরও দায়িত্ব

নিয়ে খেলতে বলা হয়েছে বলিস্টন কোলাসো এবং মনবির সিংকে। এই দুই ফুটবলারই গোল চেনেন। তাই সব বলই সুনীলকে

উদ্দেশ্য করে না দিয়ে, কিছুক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত করিশমাও দেখাতে বলছেন স্টিম্যাচ। হংকংয়ের বিপক্ষে বসিড টেস্টের

ম্যাচেও নিজের পছন্দের 4-3-3 ফর্মেশনেই দলকে খেলাতে চলেছেন ভারতের ক্রোয়েশিয়ান কোচ। এখন দেখার, মঙ্গলের সন্ধ্যেয়

পঞ্চাশ হাজারি যুবভারতীতে ফুল ফোটাতে পারেন কিনা সুনীল-সন্দেশরা।