Date : 2024-04-26

নেশন্স লিগে জয় বেলজিয়াম,ইউক্রেন, নেদারল্যান্ডসের


উয়েফা নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দিল বেলজিয়াম। 6-1 গোলে পোলিশদের হারাল বেলজিয়াম। তবে প্রথমে এগিয়ে গেছিল পোল্যান্ডই। 28 মিনিটে পোলিশ তারকা রবার্ট লেওয়নডোস্কি গোল করে পোল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন। এরপরই পোলিশদের ওপর বুলডোজার চালিয়ে দেয় বেলজিয়াম। অ্যালেক্স উইটসেল সমতায় ফেরান 42 মিনিটে। 59 মিনিটে ডার্ক হর্স বেলজিয়ামকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। 73 এবং 80 মিনিটে জোড়া গোল করেন লিয়ান্ড্রো ট্রসকার্ড। অপর দুটি গোল করেন লিয়েন্ডার এবং লুইস ওপেন্ডা। উয়েফা নেশনস লিগে ফের জয় ফিরল ইউক্রেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন নিজেদের সাধ্য মতোই লড়াই চালিয়ে যাচ্ছে বিশ্বফুটবলের মঞ্চে। ওয়েল্সের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইউক্রেন। তবে নেশনস লিগের ম্যাচে জয়ের মুখ দেখল ইউরোপিয়ান জায়ান্ট কিলাররা।

1-0 গোলে আয়ারল্যান্ডকে হারাল ডোবভিক, ইয়ারমোলেঙ্কোরা। 47 মিনিটে ইউক্রেনের হয়ে জয়সুচক গোলটি করেন ভিক্টর সাইহানকভ। উয়েফা নেশনস লিগে জয়ের ধারা অব্যাহত রাখল নেদারল্যান্ডস। সদ্য কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা ওয়েলসকে 2-1 গোলে হারিয়ে দিল ডাচরা। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মূহূর্ত পর্যন্ত নাটক অব্যাহত রইল। 50 মিনিটে প্রথম গোলটি পায় নেদারল্যান্ডস। টেন কুপমিনার্স গোল করে ডাচদের এগিয়ে দেন। ম্যাচের সংযুক্তি সময় খেলার গতির বিরুদ্ধে গোল পরিশোধ করে ওয়েলসের নরিংটন ডেভিস। এরপর আরও নাটক বাকি ছিল ম্যাচে। সংযুক্তি সময়ের অন্তিম লগ্নে ফের গোল পায় নেদারল্যান্ড। লুইস ফন গালের দলকে জয় এনে স্ট্রাইকার ওয়েগহর্স্ট।