Date : 2024-04-24

নেশনস লিগে দুরন্ত জয় পর্তুগাল, সুইডেনের


নেশনস লিগের ম্যাচে হেরে গেল সুইডেন। সার্বিয়ার কাছে 1-0 গোলে হারাল সুইডেন। প্রথমার্ধের অন্তিম লগ্নে জয়সুচক গোলের

দেখা পায় সার্বিয়া। তাঁদের এগিয়ে দেন স্ট্রাইকার লুকা জোভিচ। দুই দল অ঵শ্য সমানে সমানে টক্কর দিয়ে খেলে। বল পজিশনও

ছিল প্রায় সমান। চলতি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি সুইডেন। নেশনস লিগেও তাঁদের পারফরমেন্স সেই

তলানিতেই পরে রইল। চেক প্রজাতন্ত্রকে 2-0 গোলে হারিয়ে দিল পর্তুগাল। নেশনস লিগের ম্যাচে পরপর দুই ম্যাচেই জয় পেল

পর্তুগাল। ম্যাচের 33 মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। জোয়াও ক্যান্সেলো গোল করে পর্তুগিজদের এগিয়ে দেন। এরপর পাঁচ

মিনিটের মধ্যেই ফের গোল পায় পর্তুগিজরা। এবার গোল করেন গনকালো গুয়েডেস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেললেও তিনি

অবশ্য সমর্থকদের হতাশই করলেন। কারণ গোল তো পেলেনই না, বরং হলুদ কার্ডও দেখেন সিআরসেভেন। সুইত্্জারল্যান্ডকে

উয়েফা নেশনস লিগের ম্যাচে 1-0 গোলে হারাল স্পেন। সুইসদের বিপক্ষে দুই ম্যাচ পর জয়ে ফিরল স্পেন৤ 12 মিনিটের

স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন পাবলো সারাবিয়া। গোটা ম্যাচেই দাপুটে ফুট঵ল খেলেন আলভারো মোরাতা, লোরেন্তে,

ফেরান তোরেসরা। 60 শতাংসের বেশি বল পজেসন ছিল স্পেনেরই। তবে আক্রমনে খুব বেশি ঝাঁঝালো দেখায়নি স্প্যানিশ

শিবিরকে। বরং মাঝে মধ্যে স্পেনের রক্ষণেও ঝটকা দিচ্ছিল জাকা, শাকিরিরা।