Date : 2024-04-24

ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা, কলেরা মহামারির আকার নিতে চলেছে মারিয়ুপোলে

সোমদত্তা বসু , নিউজ ডেস্ক ঃ ইউক্রেনের মারিয়ুপোল শহরটি পুরোপুরি রুশ সেনার দখলে চলে গেছে। যুদ্ধের জেরে ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা। নেই খাবার, ওষুধ, বাসস্থান। ইউক্রেনে ক্রমশ বাড়তে শুরু করেছে কলেরা মহামারির প্রকোপ। যা দ্রুত গতিতে ছড়াতে শুরু করলে পরিস্থিতি ঠিক কোনদিকে যাবে তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনের প্রতিরক্ষা দফতর। শুক্রবার ব্রিটেনের প্রতিরক্ষা দফতরের তরফে জানান হয়েছে, মে মাসে মারিয়ুপোলে বাড়তে শুরু করেছে কলেরা সংক্রমণ। খেরসন অঞ্চলে ইতিমধ্যেই দেখা দিয়েছে ওষুধের সঙ্কট। ব্রিটেনের পাশাপাশি মারিয়ুপোল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেনের স্বাস্থ্য আধিকারিকরা।

যুদ্ধের জেরে মারিয়ুপোলে শুদ্ধ জল সরবরাহ নেই, স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণ ব্যাহত। এর জেরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। মারিয়ুপোলের মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রুয়শচেঙ্কো জানিয়েছেন, সংক্রমণ মহামারির আকার নেওয়ার সম্ভাবনা প্রবল। যেভাবে রুশসেনারা অঞ্চলটি দখল করে রেখেছে তাতে কলেরায় ঠিক কতজন আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করা সম্ভব নয়। স্বাস্থ্য পরিষেবার ঘাটতি রয়েছে। পানীয় জল নিকাশি ব্যবস্থা ঠিক না হলে মারিয়ুপোলে মহামারি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না, গত মাসে মারিউপোল নিয়ে একই কথা জানান সেখানে কর্মরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডরিট নিটজান।