Date : 2024-04-20

মোদীর চাপেই শ্রীলঙ্কায় বিদ্যুৎ কেন্দ্রের বরাত আদানিকে ?

সোমদত্তা বসু, নিউজ ডেস্ক ঃ ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে চাঞ্চল্য কর অভিযোগ শ্রীলঙ্কার বিদ্যুৎ বিভাগের প্রধানের। তার অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপে পড়ে আদানি গোষ্ঠিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির বরাত দিতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা সরকার। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিবাদ জানিয়েছে শ্রীলঙ্কার জনতা। শ্রীলঙ্কার বিদ্যুৎ বোর্ডের প্রাক্তন প্রধান ফার্ডিনান্ডো জানিয়েছেন, মহিন্দা রাজাপক্ষে তাকে ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছিলেন, শুধুমাত্র আদানি গ্রুপকেই শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্র তৈরির বরাত দেওয়ার কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এই প্রস্তাব জোর করেই দিয়েছিলেন বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের প্রাক্তন প্রধান। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন গোতাবায়া রাজাপক্ষে। এর প্রতিবাদে আগামী ১৬ জুন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে পোস্টার পড়তে শুরু করেছে শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায়। দ্বীপরাষ্ট্রের রাজধানী কলম্বোতে দুপুর ২টো নাগাদ প্রতিবাদীরা সমবেত হবেন বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে গেছে প্রতিবাদের বার্তা। ঘটনা নিয়ে সরব হয়েছে শ্রীলঙ্কার বিরোধী দল। তাদের অভিযোগ নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠদের সুযোগ করে দিচ্ছেন গোতাবায়া। যদিও এই বিতর্ক হওয়ার কারণে হতাশা প্রকাশ করেছে আদানি কর্তৃপক্ষ। আদানি গোষ্ঠির মুখপাত্রের দাবি, প্রতিবেশী দেশের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে সুসম্পর্ক রয়েছে।দায়িত্ববান শিল্পগোষ্ঠি হিসাবে দুই দেশের এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতেই বিনিয়োগের ভাবনা বলে জানিয়েছে আদানি গোষ্ঠি।