Date : 2024-03-27

মায়ের ভোগে পাঠিয়ে দেব বিজেপিকে, আগামীদিনে আর দশ রাজ্যে তৃণমূল কংগ্রেসের পতাকা উড়বে: সৌগত রায়

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : একদিকে যখন রাষ্ট্রপতি নির্বাচনে গণনা চলছে ঠিক সেই সময় কলকাতা র রাজপথ স্তব্ধ করে জন প্লাবনের চেহারা নিয়েছে।মঞ্চে রাজ্যের বিধায়ক থেকে লোকসভা রাজ্য সভার সাংসদ আলো করে বসে আছেন।একে একে বক্তব্য রাখছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সাংসদ সৌগত রায় ২১শের মঞ্চ থেকে কর্মীদের বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘লৌহমানবী’ বলে প্রশংসা সাংসদ শত্রুঘ্ন সিনহার। তাঁর কথায়, “গোটা বিশ্বের কাছে রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অহঙ্কার মমতা। কোনও দেশনেতা মমতার মতো জনপ্রিয় নন। লোকসভায় গেমচেঞ্জার হবেন মমতা।” অগ্নিবীর প্রকল্প নিয়েও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। আসানসোলের সাংসদের প্রশ্ন, “চারবছরের জন্য অগ্নিবীরে কারা সুযোগ পাবেন, ওদের (বিজেপি) নিজেদের লোকেরা শুধু সুযোগ পাবে না তো?” বক্তব্যের শেষে শত্রুঘ্ন বলেন, “আজ বাংলা যা ভাবে, কাল গোটা দেশ তাই ভাবে।”

সাংসদ আর বলেন”বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন সৌগত রায়। বিজেপিকে তাঁর খোঁচা, “সিপিএমকে ভোগে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিও মায়ের ভোগে যাবে।” জাতীয়স্তরের রাজনীতি তৃণমূলের গুরুত্ববৃদ্ধি নিয়ে সৌগতর দাবি, “মমতা-অভিষেকের নেতৃত্বে দেশের অন্তত ১০ রাজ্যে তৃণমূল পৌঁছে যাবে।”

দীর্ঘ ৩০বছর ধরে রীতি মেনে ধর্মতলায়২১শে জুলাই শহীদ সমাবেশ করছে তৃণমূল কংগ্রেস।গত দু বছর করোনা অতিমারীর কারণে ২১শে জুলাই ভার্চুয়ালি হওয়ার পর ২২ সালে মেগা শহীদ সমাবেশ হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।