Date : 2024-04-26

ওভালে বুমরাহ ম্যাজিক,ইংল্যান্ডকে দুর্মুষ করল ভারত

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে বড় জয় পেল ভারত। বোলারদের দাপটে মাত্র 110 রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জসপ্রীত বুমরাহ একাই নেন 6 উইকেট। বুমরাহর গতির সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড ব্যাটাররা। ইংল্যান্ডের টপ অর্ডারকে একাই গুড়িয়ে দেন বুমরাহ। একাই নেন 6 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। মারকাটারি ঢংয়ে অর্ধশতরান করেন অধিনায়ক রোহিত শর্মা। প্রত্যাবর্তন ম্যাচে দায়িত্঵শীল ইনিংস খেলেন শিখর ধাওয়ান। ম্যাচের সেরা নির্বাচিত হন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচেই জ্বলে উঠলেন পেসার জসপ্রীত বুমরাহ। 7.2 ওভারে 19 রানে 6 উইকেট নেন এই ডানহাতি পেসার। জ্যাসন রয়, জো রুট, লিয়াম লিভিংস্টোনকে শুণ্য রানে সাজঘরে ফেরানো ছাড়াও বুমরার ঝুলিতে ছিল আরও তিন উইকেট। এযাবতকালে ভারতীয়দের মধ্যে এটাই শ্রেষ্ঠ পারফরমেন্স। অতীতে স্টুয়ার্ট বিনি, অনীল কুম্বলেরা আরও কম রানে 6 উইকেট নিয়েছিল।

উইকেট বাউন্স ছিলই। কিভাবে তাকে সঠিকভাবে কাজে লাগানো যায়, তাই দেখিয়ে দিলেন ডানহাতি পেসার। এই ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি বিরাট কোহলি। যদিও কোহলিকে নিয়ে বিতর্ক থামছে না। বিরাট কোহলির খারাপ পারফরমেন্স নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৈয়দ কিরমানি। ভেঙ্কটেশ প্রসাদ আগেই বলেছিলেন, বিরাটের যা পারফরমেন্স তাতে বোর্ডের নির্বাচকদের উচিত তাঁকে ডেকে একটু কড়া ভাবেই সতর্ক করে দেওয়া। যদি অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়, সেক্ষেত্রে বিরাটের ক্ষেত্রেও বোর্ডের এই নীতি প্রয়োগ করা উচিত বলে মনে করছেন ভারতীয় দলের এই প্রাক্তন উইকেটরক্ষক। নির্বাচকরা কেন বিরাটের সঙ্গে এই নিয়ে সরাসরি কথা বলছেন না, তাও নিয়েও নিজের কৌতুহল প্রকাশ করেন কিরমানি। সৈয়দ কিরমানির বক্তব্যের পাল্টা যুক্তি দিলেন বিরাট কোহলির তত্বাবোধানে খেলা ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্র। তার মতে, বিরাটের মতো ক্রিকেটারের আরও সুযোগ পাওয়া উচিত। যে কোনও মূহূর্তে বিরাট ফর্মে ফিরতে পারেন বলে আশা অমিতের। সেক্ষেত্রে ভারতীয় দলের উচিত জুনিয়রদের মতোই এখন বিরাট কোহলির পাশে দাঁড়ানো, যাতে কোহলির আত্মবিশ্বাসে কোনওভাবেই চিড় না ধরে, বলছেন ভারতীয় দলের প্রাক্তন এই স্পিনার। দলের প্রয়োজনে বারংবার জলে উঠেছেন বিরাট, তাই তাঁকে ছেঁটে ফেলার পক্ষপাতি নন অমিত মিশ্রা।