Date : 2024-04-25

এজবাস্টন টেস্টে সম্মানজনক রান ভারতের


ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ইনিংস শেষ হল 416 রানে। ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে স্বস্তির 400 রানের গন্ডি টপকে দিলেন রবীন্দ্র জাদেজা। অনবদ্য শতরান করেন রবীন্দ্র জাদেজা। তার 104 রানের সুবাদেই বড় রানের দেখা পায় ভারতীয় ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট খোয়ায় ইংল্যান্ড দল। ইংল্যান্ডের বিপক্ষে অনবদ্য শতরান করে নজর কাড়লেন ঋষভ পন্থ। সহ অধিনায়কের দায়িত্ব পেতেই নিজের চেনা ঢংয়ের দুরন্ত শতরান হাকালেন ঋষভ। 111 বলে তার 146 রানের ইনিংস ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ঵হুদিন মনে থাকবে তা বলাই যায়। এক সময় 5 উইকেট হারিয়ে ঢুঁকতে থাকা ভারতীয় দলের মধ্যে একাই চালিকাশক্তির সঞ্চার ঘটালেন ঋষভ। ইংল্যান়্ডের বিপক্ষে পঞ্চম টেস্টের সঙ্গেই এক নজির গড়লেন ঋষভ। আগের চারটি শতরানের মতো এই শতরানটিও তিনি করলেন সিরিজের শেষ আগে। অতীতে ইংল্যান্ডের বিপক্ষে দুবার এবং অস্ট্রেলিয়া, দঃ আফ্রিকার বিপক্ষেও সিরিজের শেষ ম্যাচে শতরান করেছিলেন ঋষভ পন্থ। ব্যাটিংয়ে বিরল রেকর়্ড ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ-র। ইংল্যান়্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন বুমরাহ। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে 35 রান উঠল। এর মধ্যে 29 রান করলেন জসপ্রীত বুমরাহ। বাকি 6 রান অতিরিক্ত দিলেন ব্রড। এর আগে ব্রায়ান লারা, জর্জ বেলি এবং কেশব মহারাজের এক ওভারে 28 রান করার নজির ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন ভারতের স্টপ গ্যাপ অধিনায়ক। 16 বলে অপরাজিত 31 রান করেন বুম বুম বুমরাহ। 15 বছরের ব্যবধানে ফের একবার দুঃসহ স্মৃতি ফিরে এল ব্রডের কেরিয়ারে। 2007 সালে যুবরাজ সিং ব্রডের এক ওভারে 36 রান করেছিলেন, যা টি20তে বিশ্বরেকর্ড ছিল। 2022-এ এজবাস্টন টেস্টে এক ওভারে 35 রান দিলেন ব্রড, যা টেস্ট ক্রিকেটে এক রেকর্ড।