Date : 2023-03-24

বহুজাতিক সংস্থায় চাহিদা তুঙ্গে ডেটা সায়েন্স পড়ুয়াদের

গোটা দেশে প্রযুক্তির জোয়ার এসেছে। ডেটা সায়েন্স এখন বর্তমান প্রজন্মের হাতিয়ার হতে চলেছে। ডেটা সায়েন্স শিক্ষারও প্রসার বাড়ছে গোটা দেশ জুড়ে। সম্প্রতি প্রাক্সিস বিজনেস স্কুলের পড়ুয়ারা সুযোগ পেলেন দেশের বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থায়। প্রায় ১২ লক্ষ্য টাকা বার্ষিক আয়ের নিরিখে বেশ কয়েকজনকে নিল তথ্য প্রযুক্তি সংস্থা। ডেটা সায়েন্স এর পড়ুয়াদের এই কাজ পাওয়াই আগামী দিনে এই বিভাগের পড়াশোনাকে আরও জনপ্রিয় এবং চাহিদা বাড়বে বলে আশায় বহুজাতিক সংস্থায় আধিকারিকরা।

দেশ এবং বিদেশের বেশ কয়েকটি খাদ্য প্রক্রিয়াকরণ এবং এফএমসিজির সংস্থা নিয়োগ করল ডেটা সায়েন্স এর ছাত্রদের। বিশেষজ্ঞরা বলছেন, ডেটা সায়েন্স এমন একটি সাবজেক্ট হতে চলেছে না আগামী দিনে সমস্ত তথ্যকে হাতের তালুতে এনে দেবে এবং দেশের অগ্রগতিতে সাহায্য করবে.