Date : 2024-04-23

মঙ্গলবার ইডি তলব সনিয়াকে

সোমদত্তা বসু, নিউজ ডেস্ক , ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ফের ইডি দফতরে সনিয়া গান্ধীকে তলব করা হল। সোমবার তাকে ইডি দফতরে হাজির হতে বলা হলেও সিদ্ধান্ত বদলে তা মঙ্গলবার করা হয়েছে। দিল্লির এপিজে আব্দুল কালাম রোডে ইডি দফতরে কংগ্রেস সভানেত্রীকে ফের ডাকা হয়েছে। ন্যাশনাল হেরল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে ৮ জুন তাকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণে সেদিন তিনি উপস্থিত থাকতে না পারলেও গত বৃহস্পতিবার দিল্লির ইডি দফতরে হাজিরা দেন সনিয়া গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি রাহুল গান্ধীকে টানা পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করে। রাহুল গান্ধীকে ইডি তলব করায় দেশজুড়ে কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়। এবার সনিয়া গান্ধীকে ইডি তলব করার ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব। প্রসঙ্গত, সাত বছর আগে ন্যাশনাল হেরল্ডকাণ্ডে সানিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে ক্লিনচিট দিয়ে মামলা বন্ধের সুপারিশ করেছিল ইডি। তৎকালীন ইডির যুগ্ম অধিকর্তা রাজন কাটোচ অর্থ মন্ত্রকের পাঠানো রিপোর্টে স্পষ্ট জানিয়ে দেয়, ২ কংগ্রেস নেতার সব অভিযোগ ভিত্তিহীন।