Date : 2024-04-19

বিশ্বের পাসপোর্ট তালিকা প্রকাশ, ভারতের অবস্থান কোথায় জানেন ?

সোমদত্তা বসু, নিউজ ডেস্ক : একদেশ থেকে অন্যদেশে যাওয়ার জন্য পাসপোর্ট বাধ্যতামূলক। আপনার পকেটে কী জাপানের পাসপোর্ট আছে ? তাহলে জানবেন, নিশ্চিন্তে পৃথিবীর ১৯৩ দেশে ঘুরে বেড়ানোর অনুমতি পেয়ে গেছেন আপনি। কারণ এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী পাসপোর্ট জাপানের। অভিবাসন পরামর্শদাতা হেনলি অ্যান্ড পার্টনার্স কোভিড পরিস্থিতিতে বিভিন্ন দেশের পাসপোর্টের ক্ষমতার ভিত্তিতে একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে ১৯৯ টি দেশের নাম। তালিকার শীর্ষে রয়েছে জাপান। জাপানের পরেই স্থান রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার। আমেরিকা ৭, চিন ৭৯, আর ভারতের স্থান ৮৯-এ। চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছে জার্মানি ও স্পেন। কোভিড পরবর্তী পরিস্থিতিতে ১৯৩টি দেশ বিনা দ্বিধায় জাপানি পাসপোর্টধারী প্রবেশের অনুমতি দেয়, যা গ্রহণযোগ্যতার বিচারে সর্বোচ্চ। ওই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ব্রিটেন। ব্রিটেনের পাসপোর্টধারীরা পৃথিবীর ১৮৭টি দেশে সহজ প্রবেশাধিকার পাবে। মার্কিন পাসপোর্টে ভ্রমণ করা যাবে ১৮৬টি দেশে। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া।এরপরেও ৫০ তম পাওয়ারফুল পাসপোর্টের অধিকারী রাশিয়ার নাগরিকরা। তারা আবেদনের ভিত্তিতে দ্রুত ১১৯ টি দেশে প্রবেশ করতে পারবেন। পাসপোর্ট তালিকায় সবচেয়ে নীচে রয়েছে আফগানিস্তান। আফগান পাসপোর্টে বিশ্বের মাত্র ২৭টি দেশে যাওয়ার অনুমতি মিলবে। হেনলি অ্যান্ড পার্টনার্স ইনডেক্স ১৭ বছরের ডেটা ব্যবহার করে বিশ্ব নাগরিকত্বের মূল্য নির্ধারণ করে। কোন দেশের ভিসা ফ্রি অথবা ভিসা অ্যারাইভ্যালের সুযোগ দেয় সেই তথ্য তুলে ধরে এই সংস্থা। তবে এখনও করোনা বিধি জারি থাকায় বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসন নীতিতে কড়াকড়ি রয়েছে।