Date : 2024-04-27

বাংলা ছাড়লেন ঋদ্ধিমান সাহা


বাংলা ছাড়লেন ঋদ্ধিমান সাহা। আর বাংলা ক্রিকেট দলের হয়ে খেলতে দেখা যাবে না ঋদ্ধিকে। দীর্ঘ কয়েকমাস ধরেই ঋদ্ধির

সঙ্গে সিএবির ঠান্ডা লড়াই চলছিল। ঘটনার সুত্রপাত, সিএবির এক কর্তার বিতর্কিত মন্তব্য নিয়ে। ফেব্রুয়ারি মাস নাগাদ ঋদ্ধিকে

বাংলা দলের স্কোয়াডে রাখা হলেও বিশ্রামের জন্য ঋদ্ধি সেই দল সরে দাঁড়ান। এরপরই সিএবির এক কর্তা ঋদ্ধির দায়বদ্ধতা

নিয়ে প্রশ্ন তোলেন। এতদিন বাংলা ক্রিকেটে সার্ভিস দেওয়ার পর এক কর্তার এমন মন্তব্যে সিএবির ওপর নিজের বিরক্তি

প্রকাশ করেন পাপালি। বেশ কয়েকমাস চলে গেলেও ঋদ্ধির সঙ্গে আলোচনার টেবিলে বসতে পারেনি সিএবি। ঋদ্ধিও সিএবির

সঙ্গে সমঝোতায় নারাজ ছিলেন। সংশ্লিষ্ট কর্তাও নিজের বক্তব্যে অনড় থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৤ শেষমেষ অন্য রাজ্যের

হয়ে খেলার জন্য মনোস্থির করে ফেলেন বাংলার পাপালি। এরপরই সিএবির থেকে এনওসি চান ঋদ্ধি। সংস্থার সভাপতি

অভিষেক ডালমিয়ার কাছে ছাড়পত্রের জন্য অনুরোধ জানান ঋদ্ধিমান সাহা। শেষমেষ তার অনুরোধ মেনে নিয়ে ঋদ্ধিমান

সাহাকে এনওসি দিল বঙ্গ ক্রিকেট সংস্থা। ফলে বাংলা ক্রিকেট দলের সঙ্গে দীর্ঘ দুই দশকের সম্পর্ক ছিন্ন হল ঋদ্ধি সাহার।

আগামি মরসুমে বাংলার পাশ্ববর্তী রাজ্য ত্রিপুরার হয়ে খেলতে দেখা যেতে পারে 37 বছর বয়সি এই উইকেটরক্ষক ব্যাটারকে।