Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • বুধবারও বাতিল হাওড়া থেকে একাধিক দূরপাল্লার ট্রেন। সাঁতরাগাছিতে সিগন্যাল বিভ্রাটের জেরে বাতিল। বাতিল হতে পারে লোকালও।
  • গুরুতর জখম লস্করের সহ-প্রতিষ্ঠাতা আমির হামজা। হাফিজ সইদের ডান হাত হিসাবেও পরিচিত হামজা। লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
  • লাচেন ও লাচুং-য়ের পারমিট দেওয়া বন্ধ করল সিকিম প্রশাসন। বৃষ্টি, জলস্রোতের কারণে সাংকালান ও ফিডংয়ের রাস্তা বন্ধ।
  • আলিগড়-দিল্লি হাইওয়েতে দুর্ঘটনা। চলন্ত বাসে আগুন। নিরাপদে বাসের ৬০ জন যাত্রী।
  • দিল্লির পাঞ্জাবি বাজারে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই বহু দোকান। হতাহতের খবর নেই।
  • বানভাসি বেঙ্গালুরু, জারি কমলা সতর্কতা। বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস।
  • মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টির পূর্বাভাস। জারি কমলা সতর্কতা। মঙ্গলবারের বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের বিভিন্ন এলাকা। আন্ধেরিতে বন্ধ সাবওয়ে।
  • মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আজ তৃতীয় দিন। উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • New Date 2025-5-21
  • New Time 05:08:50 AM
মোদীকে বিপাকে ফেলতে সোনিয়ার নির্দেশে চক্রান্ত করেছেন আহমেদ প্যাটেল, অভিযোগ বিজেপির

17
July 2022

মোদীকে বিপাকে ফেলতে সোনিয়ার নির্দেশে চক্রান্ত করেছেন আহমেদ প্যাটেল, অভিযোগ বিজেপির

সোমদত্তা বসু, নিউজ ডেস্ক:- ২০০২ সালে গুজরাত হিংসার ঘটনায় প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে আমেদাবাদ দায়রা আদালতে হলফনামা জমা দিয়েছে গুজরাত পুলিশের সিট। হলফনামায় অভিযোগ করা হয়েছে সমাজকর্মী তিস্তা শীতলবাদ এই ষড়যন্ত্রে আহমেদ প্যাটেলের সহকারি ছিলেন। তার থেকে ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। বিজেপির অভিযোগ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির নির্দেশেই নাকি ২০০২ সালে গুজরাতে নরেন্দ্র মোদী সরকারকে ফেলার চেষ্ঠা করেছিল গুজরাত কংগ্রেস নেতৃত্ব। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন, নরেন্দ্র মোদীকে গুজরাতে বিপাকে ফেলতে চক্রান্ত করেছিলেন সোনিয়া গান্ধি। তাঁর নির্দেশেই আহমেদ প্যাটেল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছিলেন। গুজরাত হিংসা মামলায় সম্প্রতি নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছে দেশের শীর্ষ আদালত। এরপরেই গুজরাত হিংসার ঘটনায় ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে সমাজকর্মী তিস্তা শীতলবাদকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। যদিও তিস্তার গ্রেফতারি নিয়ে আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে মোদী সরকারকে। গুজরাত হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে ছিলেন সমাজকর্মী তিস্তা। তাদের আইনি সহায়তা করেছেন তিনি। আহমেদ প্যাটেল ও তিস্তা শীতলবাদের বিরুদ্ধে নয়া অভিযোগ নিয়ে সমালোচনা করেছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, সিট আদতে বিরোধীদলের প্রতি রাজনৈতিক হিংসা মেটানোর জন্য মোদী সরকারের অস্ত্র। সিট বিজেপির ইশারায় কাজ করছে বলে তোপ দাগে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, গুজরাত হিংসা থেকে নিজেকে বাঁচাতে এটা প্রধানমন্ত্রীর নিয়মতান্ত্রিক কৌশল। তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দেন। কারণ গুজরাত হিংসা নিয়ন্ত্রণে তার অক্ষমতার পাশাপাশি অনিচ্ছাও ছিল।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics