Date : 2024-04-19

ফিফাকে চিঠি এআইএফএফ-এর, শাস্তি পুনর্বিবেচনার আর্জি

ফিফার দ্বারস্থ এআইএফএফ। দেশের শীর্ষ আদালতের নির্দেশে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার্স বিলিন হয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যে বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। চিঠিতে আদালতের নির্দেশের কথা উল্লেখ করে এআইএফএফ-এর অ্যাকটিং সেক্রেটারি সুনন্দ ধর জানিয়েছেন, ফিফার সমস্ত নিয়ম বিধি মেনে চলতে ততপর ভারতীয় ফুটবল ফেডারেশন। ইতিমধ্যেই সিওএ তুলে দেওয়া হয়েছে। এআইএফএফ-এর সমস্ত দৈনন্দিন কাজ এবং প্রশাসনের ক্ষমতা এআইএফএফ-এর হাতেই রয়েছে। তাই ফিফার শাস্তি পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে চিঠিতে। ফেডারেশন কর্তাদের আশা, আদালতে স্বস্তির পর এবার ফিফাও তাঁদের শাস্তি পুনর্বিবেচনা করবে। চিঠিতে সুনন্দ ধর লিখেছেন, ফিফার নির্বাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলে ভারতীয় ফুটবল ফের একবার মসৃণ গতিতে চলতে শুরু করব। উল্লেখ্যে 15ই অগাস্ট এআইএফএফ-কে নির্বাসিত করে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য নির্বাসিত হতে হয় তাঁদের। এরপরই দ্রুত শুনানির আর্জি জানানো হয়। শেষমেষ সিওএ-কে ভেঙে দেওয়া হয়। এখন দেখার ফেডারেশনের আর্জিতে ফিফা সাড়া দেয় কিনা। নতুন সুচি অনুযায়ি চলতি মাসের 25 থেকে 27 তারিখ পর্যন্ত চলবে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। 28 অগাস্ট স্ক্রুটিনি হবে। 29 এবং 30 অগাস্ট মনোনয়ন প্রত্যাহারের দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে 2 সেপ্টেম্বর। সেদিনই ভোট গণনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে এটিকে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচের আগে দিন চারেক সময় থাকবে। তার আগে ফিফার নির্বাসন উঠে গেলে, এএফসি কাপ খেলতে পারবে মোহনবাগান।