Date : 2024-04-25

বৃহস্পতিবার রাজস্থান বধের লক্ষ্যে মাঠে নামছে ইস্টবেঙ্গল

মৈনাক মিত্র , সাংবাদিক : বৃহস্পতিবার ডুরান্ড কাপে খেলতে নামছে ইস্টবেঙ্গল। ডার্বির আগে এটাই শেষ ম্যাচ লালহলুদের। প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড। এই রাজস্থান দল গত ম্যাচে এটিকে মোহনবাগনাকে হারিয়ে এসেছে। ফলে ধারে ভারে প্রতিপক্ষ যে খুব কমঝুড়ি নন সেটা বুঝেছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন। লালহলুদ ফুটবলারদের নিয়ে তাই ম্যাচের আগের দিন রুদ্ধদ্বার অনুশীলন সাড়লেন ইস্টবেঙ্গলের ইংলিশ হেডস্যার। কোনওভাবেই যাতে প্রতিপক্ষের কেউ অনুশীলনের বৈচিত্রের টের না পান, তাই সব অস্ত্র লুকিয়েই রাখলেন স্টিফেন। বৃহস্পতিবারের ম্যাচের পরই ডার্বি। ফলে মনোস্তাত্বিক দিক থেকে ভালো জায়গায় থাকতে রাজস্থান ম্যাচে মরিয়া হয়ে জয়ের জন্য ঝাপাচ্ছে সার্থক গোলুই, অঙ্কিত মুখোপাধ্যায়রা। ম্যাচের আগের দিন বিভিন্ন রকমের সেট পিস অনুশীলনে জোর দেন কোচ স্টিফেন। নিজেদের মধ্যে মাটিতে বল রেখে পাসিং ফুটবলেরও অনুশীলন করান তিনি। ফুটবলারদের মধ্যে বোঝাপড়া বাড়াতে এভাবেই দলকে রাজস্থান ম্যাচের জন্য তৈরি করে নিলেন লালহলুদের হেডস্যার। রাজস্থান দলে লেবাননের এক ফরওয়ার্ড ছাড়াও কিরগিস্তানের মিডফিল্ডার বেকতুর এবং ডিফেন্ডার আইদার রয়েছে। এর মধ্যে বেকতুর শেষ ম্যাচে বাগানের বিপক্ষে গোলও করেছিলেন। এই দলের মাঝমাঠের ফুটবলাররা খুব দৌড়ে ফুটবল খেলে। তাই তাদের রুখতে পাল্টা অনিকেত যাদব, সুমিত পাসি, অমরজিত কিয়ামদের দিয়ে প্রেসিং ফুটবল খেলাতে চান স্টিফেন। এখন দেখার মরসুমের প্রথম জয় পায় কিনা লালহলুদ। এশিয় কোটার ফুটবলার চুড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল ক্লাব। অস্ট্রেলিয়ান জর্ডান ও ডোহার্তিকে এশিয় কোটার ফুট঵লার হিসেবে দলে নিল লালহলুদ। ষষ্ঠ বিদেশী নিয়ে জল্পনা চলছিল শেষ কয়েক সপ্তাহ ধরেই। শেষমেষ তার নাম প্রকাশ করল ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। অ্যাডিলেড ইউনাইটেডের অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলেছিলেন এই ফুটবলার। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়েও খেলেছেন এই তরুণ ফুটবলার।দিল্লি এফসি থেকে হিমাংশু জাংরাকেও দলে নিল লালহলুদ।