Date : 2024-03-28

৮ অগাস্ট এসএসসি নিয়ে শিক্ষামন্ত্রীর বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন চাকুরিপ্রার্থীরাও।

নাজিয়া রহমান, সাংবাদিক:- ৫০০ দিনেরও বেশি সময় ধরে গান্ধী মূর্তির পাদদেশ এদের ঠিকানা। এসএলএসটি নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় মেধাতালিকায় নাম থেকেও মেলেনি চাকরি।রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলছে এদের আন্দোলন। নিয়োগ প্রক্রিয়ায় দূর্নীতির অভিযোগের ভিত্তিতে আদালতের দারস্থ হয়েছেন তারা। বর্তমানে শিক্ষক নিয়োগ দূর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দূর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে। পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছে দল। এই পরিস্থিতিতে এসএসসি আন্দোলনকারীদের ভবিষ্যৎ কী, তা নিয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি সহানুভূতি সঙ্গে যেমন দেখা হচ্ছে তেমনই আইনের দিকটিও বিচার করা হবে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৯ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন তিনি। বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে আশ্বাস দেন অভিষেক।বৈঠক শেষে আন্দোলনকারী চাকুরিপ্রার্থীরা জানান, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই আলোচনা সম্পূর্ণরূপে ইতিবাচক। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেধাতালিকা অন্তর্ভুক্ত প্রত্যেক পদপ্রার্থীর নিয়োগ সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে নিয়োগের চেষ্টা করবেন।’৮ অগাস্ট নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকুরিপ্রার্থীদের বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকুরিপ্রার্থীদের প্রতিনিধিদেরও সেই বৈঠকে থাকার কথা। এনিয়ে তাদের পক্ষ থেকে একটি চিঠিও দেওয়া হয়েছে।
সেদিনের বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে আন্দোলনকারীরা। তবে তাদের হুঁশিয়ারি যতদিন পর্যন্ত না নিয়োগ পত্র হাতে পাচ্ছেন ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।