Date : 2024-04-26

প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বে গৌতম পাল

নাজিয়া রহমান, সাংবাদিক : প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব ভার দেওয়া হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল। কলকাতা হাইকোর্টের পরামর্শ মেনে ওই পদ থেকে সরানো হল মানিক ভট্টাচার্যকে। পাশাপাশি বদল করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের কাঠামোতেও।গৌতম পালের নেতৃত্ব তৈরি হয়েছে ১১ সদস্যের অ্যাড হক কমিটি।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরানোর পরামর্শ দেয় কলকাতা হাইকোর্ট। সেই পরামর্শ মেনে সরানো হল মানিক ভট্টাচার্যকে। কিছুদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব সামলাচ্ছিলেন পর্ষদের সচিব রত্না বাগচী। এবার নিয়ম মেনে সভাপতির পদে বসানো হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল। গৌতম পালের নেতৃত্বে ১১সদস্যের অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির সদস্যদের মধ্যে যারা রয়েছেন তারা হলেন প্রাক্তন অধ্যাপক তথা পুরাণবিদ ডা. নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, ভাষা শিক্ষাবিদ ডা. স্বাতী গুহ, স্কুল শিক্ষা বিশেষজ্ঞ কমিটির চেয়্যারম্যান অভীক মজুমদার, অধ্যাপক রঞ্জন চক্রবর্তীরা। পাশাপাশি, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা, মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এবং উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যানকেও অ্যাড হক কমিটির সদস্য করা হয়েছে। রাজ্যের তিনটি স্কুলের তিন শিক্ষক-শিক্ষিকাও এই কমিটিতে স্থান পেয়েছেন।

২০১৪ সালের প্রাথমিক টেটে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, পরীক্ষা না দিয়েই অনেকে চাকরি করছেন। ২৬৯ জনের নিয়োগে দূর্নীতির অভিযোগ উঠেছে। হাই কোর্টের নজরদারিতে মামলার তদন্ত শুরু করেছে সিবিআই।