Date : 2024-04-20

কেমন ভারতের স্বপ্ন দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসের দিন টুইটে জানালেন সেকথা।

সঞ্জু সুর, সাংবাদিক : ভারতবর্ষ বলতে তিনি কি বোঝেন সেকথা ১৩ আগস্ট টুইট করে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সন্মন্ধে সাধারণ মানুষের কি ধারণা, টুইটে সেটাও জানতে চেয়েছিলেন তিনি। আর ১৫ আগস্টে টুইট করেই তিনি জানালেন কেমন ভারতবর্ষের স্বপ্ন তিনি দেখেন। সাধারণ মানুষ‌ই বা কেমন ভারতের স্বপ্ন দেখেন, টুইটে সেটাও জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ভারতের জন্য আমার একটা স্বপ্ন আছে। আমি এমন একটা ভারত গড়তে চাই যেখানে একজন‌ও ক্ষুদিত থাকবে না, এমন একটা ভারত যেখানে কোনো মহিলা নিরাপত্তা হীনতায় ভুগবে না, যেখানে সব শিশুই পাবে শিক্ষার আলো, যেখানে সবাইকে সমান চোখে দেখা হবে, যেখানে কোনো বিরুদ্ধ শক্তি মানুষের মধ্যে বিভেদ করবে না, যেখানে প্রতিটা দিনই হবে সৌহার্দ্যপূর্ণ।” টুইটে মুখ্যমন্ত্রী আরো লেখেন, “আমি আমার এই মহান দেশের সাধারণ মানুষের কাছে একটা কথা দিচ্ছি, যে ভারতের স্বপ্ন আমি দেখি, সেই ভারত আমার দেশের প্রতিটা নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত চেষ্টা চালিয়ে যাবো।” নিজে যখন তাঁর স্বপ্নের ভারতের কথা বলছেন তখন টুইটেই তিনি দেশবাসীর কাছে জানতে চান তাদের চোখে স্বপ্নের ভারত কি।