Date : 2024-04-26

জেলা বাড়লো রাজ্যে। নতুন জেলা সাতটি।

সঞ্জু সুর, সাংবাদিক ঃ রাজ্যে নতুন করে সাতটি প্রশাসনিক জেলা হচ্ছে। সোমবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলতঃ দক্ষিণবঙ্গের কয়েকটি বড় জেলাকে ভেঙ্গে এই নতুন সাতটি জেলা তৈরি হচ্ছে।

বেশকিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক কাজে গতি আনতে জেলার সংখ্যা বাড়ানোর কথা বলে আসছেন। অবশেষে সেই সিদ্ধান্তে শিলমোহর পড়লো সোমবার। এদিন মন্ত্রীসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক সম্মেলন করে নতুন জেলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বাগদা সাব ডিভিশন নিয়ে নতুন জেলা তৈরি হচ্ছে। যার নাম ‘ইছামতি’ জেলা। ‘বসিরহাট’ আলাদা জেলার মর্যাদা পাচ্ছে। এছাড়া ‘সুন্দরবন’ এলাকা নিয়ে নতুন জেলা। বাঁকুড়া জেলাকে ভেঙ্গে ‘বিষ্ণুপুর’ আলাদা জেলা হচ্ছে। নদীয়া জেলায় ‘রানাঘাট’ আলাদা জেলা। মূর্শিদাবাদ জেলাকে ভেঙ্গে ‘বহরমপুর’ ও ‘কাঁন্দি’ আলাদা জেলা। নতুন এই সাতটি জেলা তৈরি হ‌ওয়ায় রাজ্যে মোট প্রশাসনিক জেলার সংখ্যা হলো তিরিশ। আগামি পঞ্চায়েত নির্বাচনের আগে জেলাভাগের এই সিদ্ধান্ত যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।