Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • অপারেশন সিঁদুরে স্পষ্ট ভারতের সংকল্প। সন্ত্রাসের একমাত্র পরিণতি বিনাশ। আমরা ঘরে ঢুকে শত্রু বিনাশ করব : নরেন্দ্র মোদী।
  • রিংকু মজুমদারের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের (২৭) রহস্যমৃত্যু। নিউটাউনের আবাসন থেকে উদ্ধার দেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা।
  • সোপিয়ানে সেনার ‘অপারেশন কেল্লার’। খতম ৩ লস্কর জঙ্গি। প্যারামিলিটারি ফোর্স ও সেনার যৌথ অভিযানে সাফল্য।
  • মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে বায়ুসেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন নরেন্দ্র মোদী।
  • CBSE দ্বাদশ শ্রেণিতে পাশের হারে এগিয়ে মেয়েরা। মেয়েদের পাশের হার ৯১.৬৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৮৫.৭০ শতাংশ।
  • প্রকাশিত হলো CBSE দশম ও দ্বাদশ শ্রেণির ফল। দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৮.৩৯ শতাংশ। CBSE দশম শ্রেণিতে পাশের হার ৯৩.৬৬ শতাংশ।
  • মঙ্গলবারের শুরুতেই শেয়ার বাজারে পতন। পতন নিফটি-সেনসেক্সের।
  • আজ বামেদের যুদ্ধবিরোধী শান্তি মিছিল। ধর্মতলার থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিলের ডাক। মিছিলে যোগ দেওয়ার কথা সিপিআইএমএল লিবারেশন ও এসইউসিআই-এর।
  • দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে তাপপ্রবাহের আশঙ্কা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার অস্বস্তি বজায় থাকবে।
  • টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা বিরাট কোহলির। ১৪ বছরের কেরিয়ারে ১২৩টি টেস্ট খেলেছেন কোহলি। টেস্ট ক্রিকেটে ৯,২৩০ রান করেন তিনি। টেস্টে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ৩০টি।
  • New Date  
  • New Time  
রবিবার ফুল হাউস যুবভারতীতে বড় ম্যাচ, মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল

27
August 2022

রবিবার ফুল হাউস যুবভারতীতে বড় ম্যাচ, মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল


রবিবার যুবভারতীতে মহারণ। ডুরান্ড কাপের হাইভোল্টেজ ম্যাচে মোহনবাগানের মুখোমুখি ইস্টবেঙ্গল। খাতায় কলমে প্রস্তুতির দিকে এটিকে মোহনবাগান এগিয়ে থাকলেও পয়েন্ট নিরিখে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলই। দুই দলের দুই হেভিওয়েট বিদেশী কোচের ট্যাকটিক্সের লড়াই দেখতে চলেছে ষাট হাজারি যুবভারতী। 2020 সালের পর ফের একবার ফুল হাউসে যুবভারতীতে ডার্বি হচ্ছে। ম্যাচে 24 ঘন্টা আগেই অদৃশ্য চাপ আসতে শুরু করেছে ফুটবলারদের মধ্যে। মোহনবাগান কোচ ম্যাচের আগে ফুটবলারদের বলে দিয়েছেন, ডার্বি জিততে বাড়তি পরিশ্রম করতে হবে। যেমন গতবার আইএসএলে করেছিলেন কিয়ান নাসিরিরা। জনি কাউকো, লিস্টন কোলাসো, প্রীতম কোটালরা জানেন এই ম্যাচের গুরুত্ব তবে এত মানুষের গগনভেদি চিত্কারের সামনে এই প্রথম ডার্বি খেলবেন অনেকে। তাই ম্যাচের আগে তাঁদেরও স্নায়ুচাপ ধরে রাখতে বলছেন বাগান কোচ। মুলত উইং প্লে এবং পাসিং ফুটবলেই জোর দিয়েছেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। এই ম্যাচ বাগানের কাছে মাস্ট উইন ডুরান্ডে টিকে থাকতে গেলে। এদিকে এই ম্যাচ সমর্থকদের কাছে সম্মানরক্ষার। তাই হারলেও হবে না। তাই গোল না খেয়ে, আক্রমনের ছক কষছেন ফেরান্দো।

মাত্র দু সপ্তাহের অনুশীলনেই ডার্বির আগে প্রস্তুত ইস্টবেঙ্গল। স্টিফেনের ভোকাল টনিকে ম্যাচের আগে তরতাজা লালহলুদ ফুটবলাররা। পয়েন্ট যাই থাকুক না কেন, যে ফুট঵লটা গত দুই ম্যাচে সার্থক, লিমারা খেলেছেন, তাতে বোঝা যাবে না দলটা মাত্র কদিনের অনুশীলনে মাঠে নেমেছে। মরসুম শুরুর পর কয়েকটা ম্যাচে ফুটবলারদের বোঝাপড়ায় অসুবিধা হওয়া স্বাভাবিক। তবে কোনও ভুল বোঝাবুঝি যাতে বড় ম্যাচে বিপদ না ডেকে আন, তা নিশ্চিত করতেই ম্যাচের আগের দিন রুদ্ধদ্বার অনুশীলনে ফুটবলারদের ডার্বি জয়ের অঙ্ক কষে দেখিয়ে দিলেন স্টিফেন। এই ম্যাচে শুরু থেকে খেলতে পারেন স্ট্রাইকার এলিয়ান্দ্রো। মুলত বাগান রক্ষণে চাপ রাখতেই এক প্রকার অ্যাটাকিং ছকেই দল সাজাতে চলেছেন স্টিফেন। লালহলুদ হেডস্যার, দলের সাইড ব্যাক লালচুংনুঙ্গাকেও বারবার আক্রমনে গিয়ে বটাকারদের সাহায্য করতে বলছেন। কম বয়স হওয়ায়, পাহাড়ি এই ফুটবলার দ্রুত ওঠা নামা করতে পারেন। আক্রমনে ভিপি সুহেরের ওপরও দায়িত্ব বর্তাচ্ছে মাঝে মধ্যেই মিডফিল্ডে নেমে এসে দলকে সাহায্য করার। আড়াই বছর পর কলকাতার মাঠে, বড় ম্যাচ কোন রংয়ে রঙিন হয়, এখন সেটাই দেখার।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​