Date : 2024-04-19

উৎসবের আগে বড় ধাক্কা পর্ষদের! ২১ দিনে দিতে হবে প্রাথমিকে ১৮৯ চাকরি। বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক ঃ টানা তিন দিনে সোমবার, মঙ্গলবারের পর বুধবারও ১১২ জনকে প্রাথমিকে চাকরির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার চারটি পৃথক মামলায় মোট ১১২ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২৮সেপ্টেম্বরের মধ্যে ওই ১১২ জনকে চাকরিকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। চাকুরী প্রার্থীর সংখ্যা বাড়ছে হু হু করে।কমছে সময় পর্ষদের।গত তিন দিনের মোট ১৮৯জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য,এর আগে সোমবার ২৩ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর মঙ্গলবার আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এবার বুধবার আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বুধবার ওই মামলাতেই ১১২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

তিনি জানান, পুজোর আগে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের চাকরির বন্দোবস্ত করতে হবে। রাজ্য সরকার শূন্যপদ সংক্রান্ত তথ্য জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তার ভিত্তিতে পর্ষদ নিয়োগ সুপারিশ দেবে। নিয়োগ নির্দেশ কার্যকর হল কিনা, আগামী ২৮ সেপ্টেম্বর সে সংক্রান্ত খোঁজখবর নেবেন বিচারপতি।

উল্লেখ্য, এর আগে গত সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৩ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। তিনি জানান, আগামী ২৩ দিনের মধ্যে তাঁদের চাকরির বন্দোবস্ত করতে হবে। শূন্যপদ না থাকলে তা তৈরি করে চাকরি দিতে হবে। চাকরিপ্রার্থীরা চাকরি পেলেন কিনা, তা আগামী শুনানিতে আদালতকে জানাতে হবে। সোমবারের পর মঙ্গলবারও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। যেখানে পরীক্ষার্থীর সংখ্যা লক্ষ লক্ষ সেখানে আগামী দিনে চাকরি প্রাপকের সংখ্যাটা আর বাড়বে বলেই মনে করছেন হাইকোর্টের আইনজীবী মহলের একাংশ।