Date : 2022-09-27

ভবানিপুর দূর্গোৎসব সমিতি ও অ্যাকিলেড আর্ট এর যৌথ উদ্যোগে থিমের ওয়ার্কশপ

ভবানিপুর দূর্গোৎসব সমিতি ও অ্যাকিলেড আর্ট এর যৌথ উদ্যোগে থিমের ওয়ার্কশপের আয়োজন করা হয়। এই কর্মশালায় ৩৮ জন অংশগ্রহন করেন । এই কর্মশালার উদ্বোধন করেন MMIC শ্রী সন্দীপরঞ্জন বক্সি সহ চলচ্চিত্র জগতের বিশিষ্টরা।এই কর্মশালার চিত্রগুলি ভবানিপুর দূর্গোৎসব সমিতির বার্ষিক সোভেনিয়রে প্রকাশিত হবে এবং ভবানিপুর দূর্গোৎসব সমিতির দুর্গা পুজা প্যান্ডেলের থিম প্যাভিলিয়নেও প্রদর্শিত হবে।