Date : 2024-03-29

পুজোর আগে প্রাথমিকের টেট সম্ভব নয়। কি জানালো পর্ষদ?

নাজিয়া রহমান, সাংবাদিক : পুজোর আগে প্রাথমিকের টেট নেওয়া সম্ভব নয়। পুজোর পরেই টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশমত সেপ্টেম্বরের মধ্যে টেট নেওয়া সম্ভবপর নয় বলে আইনি পরামর্শ নিয়ে পদক্ষেপ নিতে চায় পর্ষদ। এরপর শিক্ষা দফতরের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাডহোক কমিটির প্রথম বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে দ্রুত শিক্ষক নিয়োগের পথে হাঁটতে চায় শিক্ষা দফতর। শিক্ষক নিয়োগ নিয়ে চলতি সপ্তাহে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সংরক্ষণের বিধি মেনে শূন্যপদ নির্ণয় করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চায় শিক্ষা দফতর। প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বভার গ্রহণের পর প্রতি বছর টেট নেওয়ার কথা জানান গৌতম পাল।

তবে এবছর সময় অনেকটাই পার হয়ে গেছে তাই সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া হবে কি না সে বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন নয়া সভাপতি। অ্যাডহোক কমিটির প্রথম বৈঠকেই এনিয়ে আলোচনা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে টেট নেওয়ার কথা। যা নিয়ে বৈঠকে আলোচনা করেন কমিটির সদস্যরা। তাই সেপ্টেম্বরের টেট নিয়ে আইনি পরামর্শ নিতে চায় কমিটি। তারপরে শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করে এগবে কমিটি। টেট নিয়ে খুব দ্রুত বৈঠবে বসতে পারে কমিটি বলে জানা গেছে। পুজোর আগে টেট না হলেও নিয়োগ নিয়ে পুজোর আগেই প্রস্তুতি শুরু করে দিতে চায় পর্ষদ। যা নিয়ে চলছে তোড়জোড়।