Date : 2024-04-26

সিবিআইয়ের গতিবিধির উপর নজর! নজরদারি করবে রাজ্য পুলিশ!

সঞ্জু সুর, সাংবাদিক ঃ সিবিআই কখন কি করছে, কোথায় যাচ্ছে, কিছুই আগাম খবর থাকছে না পুলিশের কাছে। সূত্রের খবর, বুধবার নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের সামনে কার্যত কোনো উত্তর দিতে পারেন নি কোনো পুলিশ কর্তা।

এদিন বৈঠকের শুরুতেই বাগুইআটির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের নিজেদের মধ্যে কোনো সমন্বয় নেই বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন বলে খবর। সেই সময়েই মুখ্যমন্ত্রী খোঁজ নেন মন্ত্রী মলয় ঘটকের বাড়ি থেকে সিবিআই বেড়িয়েছে কি না। সূত্রের খবর, সেই বিষয়ে নিশ্চিত করে কেউ কোনো উত্তর দিতে পারেন নি‌। তখনই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিবিআই যখন তখন যেখানে খুশি চলে যাচ্ছে, আপনাদের কাছে কোনো আগাম খবর থাকছে না। কেন থাকছে না। সিবিআই, ইডি কি স্থানীয় থানাকে কিছু জানাচ্ছে না ! যদি না জানিয়েও যায় তাহলেও আপনাদের গোয়েন্দা বিভাগের কাছে কোনো খবর থাকছে না কেন ? সংবাদ মাধ্যম খবর পেয়ে সিবিআই পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যাচ্ছে, আর সংবাদ মাধ্যমের থেকে সেই খবর জানতে হচ্ছে। সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এর সিপিও।