Date : 2022-12-03

পার্থ্-এর হোটেলে বিরাট কোহলির হোটেল রুমে গোপন ছবি

মৈনাক মিত্র, সাংবাদিক : পার্থ্-এর হোটেলে বিরাট কোহলির ঘরে ঢুকে পড়লেন হোটেলের এক স্টাফ। ছবি তুললেন বিরাট কোহলির ঘরের। যদিও তা প্রকাশ্য আসতেই বিরাট কোহলি অভিযোগ জানান তার প্রাইভেসি ভঙ্গ করা হচ্ছে। সমর্থকের এহেন আচরণে ক্ষুবধ বিরাটের অভিযোগের পরই হোটেলের সেই কর্মিকে ছাটাই করা হয়। বিরাটের ব্যক্তিগত বিষয় এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনুষ্কা শর্মাও। এরপরই শোরগোল পড়ে যায়। কি করে এমন ঘটনা ঘটল, উঠছে প্রশ্ন।

এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় বললেন, অবশ্যই বিষয়টা খুবই হতাশা আর অস্বস্তির। বিষয়টা প্রাইভেসির বলে আরও মারাত্মক। আমরা এই বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলাম। তবে এখন সব ঠিক আছে। বিরাট কোহলি আজ ভালই ট্রেনিং করল।