শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: বাঙ্গালীর বারোমাস এ তেরো পার্বণ। দুর্গাপূজো,কালীপুজো, দিওয়ালী কাটিয়ে ভাইফোঁটা। ঘরে ঘরে পালিত হচ্ছে এই আনন্দ উৎসব। ভাইফোঁটার সকালে একটু ঠান্ডা ভাব অনুভূত হলেও আকাশ রয়েছে একেবারেই পরিষ্কার। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্ৰি সেলসিয়াসের কাছাকাছি। আগামী ২৪ ঘন্টা এই ৩০ থেকে ৩৩ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই রকমই থাকবে বলে জানান আলিপুর আবহাওয়া দফতর। রাত বাড়লেই এবং ভোর হলেই শীত অনুভূত হচ্ছে। দিনের বেলা চড়া রোদ থাকলেও রাত বাড়তেই ঠাণ্ডা আমেজ। দক্ষিণবঙ্গে কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বাতাসের আদ্রতা কমাতে আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সকালের দিকে বেশ কয়েকদিন যাবৎ শীতের অনুভূতি মিলছে। দক্ষিণবঙ্গে এখনি শীতের সূচনা নয়। নভেম্বরে দ্বিতীয় সপ্তাহের আগে কোনমতেই বঙ্গে শীত পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার কোচবিহার মত বেশ কিছু জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েক দিন উত্তরভাগে বিভিন্ন জেলাতেও আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।