Date : 2024-04-27

“আমার বাড়িতে ডেঙ্গির লার্ভা থাকবে আর আমি পৌরসভাকে গালি দেবো, এটা হতে পারে না।” হুঁশিয়ারি মেয়রের

সঞ্জু সুর, সাংবাদিক : রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে এমনিতেই উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। নজিরবিহীন ভাবে পরপর চার মাসে চারবার বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। একাধিকবার বৈঠক করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও। কিন্তু ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় রাশ তো টানাই যাচ্ছে না, উপরন্তু তা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা‌ও। এবার ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে শহরবাসীর অসচেতনতাকেই দায়ি করলেন মেয়র তথা পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম।

কলকাতায় লক্ষ লক্ষ বাড়ি রয়েছে। কিন্তু পুরসভার হাতে লক্ষ লক্ষ কর্মি নেই যে সব বাড়ির ছাদে গিয়ে খতিয়ে দেখবে। নিজের বাড়ির ছাদে জল জমছে কি না তা নিজেকেই দেখতে হবে। নচেৎ নিজের বাড়ির ছাদে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে তার দায় নিতে হবে নিজেকেই। শনিবার স্পষ্ট হুঁশিয়ারি দিলেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, “মেয়র পারিষদ তারক সিং এর বাড়িতেও নোটিশ দিয়েছি। আমরা কাউকে ছাড়ছি না। আইন সবার জন্য এক।” মেয়র জানান, পুরসভার পক্ষ থেকে সারা দিন রাতের জন্য ডেঙ্গুর ক্লিনিক খোলা রাখা হয়েছে, এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে, পুরসভার স্বাস্থ্য বিভাগ, সরকারের স্বাস্থ্য দফতর নিরন্তর কাজ করে চলেছে। তবে মানুষ যদি সচেতন না হয় তাহলে শুধু পৌরসভা বা সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব নয়। তাই মানুষকেও সচেতন হতে হবে। মেয়রের অনুরোধ সপ্তাহে একদিন অন্তত নিজের বাড়ির ছাদে উঠে দেখতে হবে কোথাও জল জমে আছে কি না। নিজে সচেতন না হয়ে শুধু পুরসভা কে গালি দিয়ে কোনো লাভ হবে না বলেই মত মেয়র ফিরহাদ হাকিমের।