Date : 2024-04-26

এক ক্যাম্পেই সাতাশ টি পরিষেবা। মঙ্গলে শুরু পঞ্চম দফার ‘দুয়ারে সরকার’ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি।

সঞ্জু সুর, সাংবাদিক : নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হতে চলা ‘দুয়ারে সরকার’ বা ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিতে আরও দুটো নতুন পরিষেবা যুক্ত করলো নবান্ন। ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং বিদ্যুৎ দফতরের অধীনে থাকা এই দুই পরিষেবা নিয়ে মোট ২৭ টি পরিষেবার সুযোগ নিতে পারবেন রাজ্যবাসী।

উৎসব মিটতেই ১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে পঞ্চম দফার ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যব্যাপী ‘দুয়ারে সরকার’ এর ক্যাম্প করা হবে, পাশাপাশি ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি চলবে। এই দুই কর্মসূচিতে যে সব আবেদন জমা পড়বে তা খতিয়ে দেখে সমস্যার সমাধান করা হবে ৩১ ডিসেম্বর’২০২২ এর মধ্যে। প্রথম যখন এই কর্মসূচি শুরু করা হয়েছিলো তখন শুধুমাত্র কয়েকটা পরিষেবার সুবিধা এখান থেকে পাওয়া যেত। কিন্তু এই দুই কর্মসূচির সাফল্য ও সাধারণ মানুষের মধ্যে নিত্য নতুন পরিষেবা বিষয়ক আবেদনের কথা মাথায় রেখে পরিষেবা প্রদানের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

ইতিমধ্যেই পঞ্চম দফার দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান কর্মসূচিতে পঁচিশ টি সরকারি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিলো। সেই সংখ্যাই আরো দুটো বাড়ানো হলো। ফলে এবারের কর্মসূচিতে মোট ২৭ টি পরিষেবার বিষয়ে খোঁজখবর নেওয়া ও আবেদন করতে পারবেন রাজ্যবাসী। নতুন যে দুটো পরিষেবা কে যুক্ত করা হলো তা হলো ‘নতুন পাট্টার আবেদন’ যা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অধীন। দ্বিতীয়টি হলো ‘নতুন বিদ্যুতের কানেকশন বা বকেয়া বিদ্যুৎ বিল সংক্রান্ত’ যা বিদ্যুৎ দফতরের অধীন। এক নজরে দেখে নেওয়া যাক এই দুই পরিষেবা ব্যতীত আর কি কি পরিষেবা পাওয়া যাবে ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিতে এবং সেগুলো কোন দফতরের অধীন।
১) খাদ্য সাথী- খাদ্য দফতর
২) স্বাস্থ্য সাথী- স্বাস্থ্য ও পরিবার কল্যান
৩) জাতিগত শংসাপত্র- অনগ্রসর শ্রেনী কল্যান
৪) শিক্ষাশ্রী- অনগ্রসর শ্রেনী কল্যান
৫) তপশীলী বন্ধু- অনগ্রসর শ্রেনী কল্যাণ
৬) জয় জোহার- আদিবাসী উন্নয়ন
৭) কন্যাশ্রী- নারী ও শিশু কল্যান
৮) রুপশ্রী- নারী ও শিশু কল্যান
৯) মানবিক- সামাজিক উন্নয়ন
১০) কৃষক বন্ধু- কৃষি দফতর
১১) ঐক্যশ্রী- সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা
১২) লক্ষীর ভান্ডার- সামাজিক উন্নয়ন
১৩) স্টুডেন্ট ক্রেডিট কার্ড – উচ্চ শিক্ষা দফতর
১৪) আধার কার্ড – স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর
১৫) ব্যাঙ্কের খাতা খোলা সংক্রান্ত – অর্থ দফতর
১৬) প্রতিবন্ধীদের শংসাপত্র- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
১৭) সামাজিক সুরক্ষা যোজনা- শ্রম দফতর
১৮) মিউটেশন – ভূমি দফতর
১৯) কিষাণ ক্রেডিট কার্ড – কৃষি দফতর
২০) কিষাণ ক্রেডিট কার্ড – প্রাণী সম্পদ বিকাশ দফতর
২১) স্বনির্ভর গোষ্ঠীর ঋণের আবেদন- পঞ্চায়েত দফতর
২২) মৎসজীবী রেজিস্ট্রেশন – মৎস দফতর
২৩) কৃষি পরিকাঠামোগত অর্থ বরাদ্দের আবেদন সংক্রান্ত – কৃষি দফতর
২৪) কুটির শিল্পীদের ক্রেডিট কার্ড – ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর
২৫) মৎসজীবী ক্রেডিট কার্ড – মৎস দফতর।
আগামি বছরের পঞ্চায়েত নির্বাচনের আগে সম্ভবত এটাই শেষ দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান কর্মসূচি। ফলে নবান্ন এর সার্বিক সাফল্যের দিকে তাকিয়ে। প্রসঙ্গত চতুর্থ দফার ক্যাম্প হয়েছিলো এবছর ৫ মে থেকে ৫ জুন।