Date : 2024-03-29

ডার্বির আগেই আইএসএলে জয় পেল ইস্টবেঙ্গল

পাহাড়ের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। আইএসএলের বহুকাঙ্খিত জয় পেল ইস্টবেঙ্গল। ২০২২ আই এস এল এর প্রথম জয়ের মুখ দেখলো লাল হলুদ শিবির। স্টিফেন কনস্টানটাইনের কোচিংয়ে আইএসএলে এই প্রথম জয়ের ক্লেইটনদের।৩-১ গোলে নর্থইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে গিয়ে নর্থইস্ট কে উড়িয়ে দিল ক্লেইটন সিলভা, জর্ডন ও ডোহার্তিরা। ম্যাচের শুরু থেকেই ইতিবাচক ভঙ্গিতে আক্রমণাত্মক পন্থা নিয়ে খেলা শুরু করে লাল হলুদ শিবির। ফলস্বরূপ পরপর গোলের আক্রমণ শনাতে থাকেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। ডিফেন্সও আগের ম্যাচের তুলনায় জমাট ছিল এদিন। ম্যাচের ১১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন ক্লেইটন সিলভা।

প্রথমার্ধে আর গোলের সুযোগ পায়নি দুই দলই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের আক্রমণাত্মক ভঙ্গিতে ম্যাচ শুরু করে স্টিফেন কনস্টানটাইনের ছেলেরা। ডার্বির আগে এই জয় ইস্টবেঙ্গলের কতটা প্রয়োজন ছিল সেটা ফুটবলারদের শরীরে ভাষাতে ধরা পড়ছিল এদিনের শুরু থেকে। দ্বিতীয়ার্ধের শুরুর ৭ মিনিটে কিরিয়াকুর গোলে ব্যবধান 2-0 করে লাল হলুদ বাহিনী। এরপরও আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলা চালিয়ে যায় লালহলুদ। কখনও থার্ড গিয়ারের নিচে দলের খেলা গতি নামাননি স্টিফেন। ম্যাচের ৮৪ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন জর্ডান ও দোহারটি। এর পর অবশ্য আত্মতুষ্টির জন্যই গোল হজম করতে হয় ইস্টবেঙ্গলকে। ম্যাচের অন্তিম লগ্নে নর্থইস্টের হয় ব্যবধান কমান ম্যাট ডার্বিসায়ার। ৩-১ গোলে ম্যাচ জিতে চলতি আইএসএল এর প্রথম তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো স্টিফেনের ছেলেরা। এই জয়, পরবর্তী ম্যাচের আগে আত্মবিশ্বাস দেবে পাশাপাশি দলের মোমেন্টাম তৈরি করতে সাহায্য করবে বলি কোচিং স্টাফদের।